ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজধানীর মিরপুরের পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি সিটি করপোরেশন মার্কেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে অন্তত দুই দিন আগে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত যুবকের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে জখম পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুরের প্যারিস রোড এলাকায় অবস্থিত ছয়তলা ওই মার্কেটটি এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দুর্গন্ধ পেয়ে অনুসন্ধান করে মার্কেটের নিচতলায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা।

এক প্রত্যক্ষদর্শী জানান, মরদেহটি দেখতে পেয়ে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর সহায়তায় তল্লাশি চালায়। পরে যৌথভাবে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুর এলাকার একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। চলতি মাসের ১২ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান জানান, সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য জানা যাবে।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানান, সুমনের সঙ্গে কারও শত্রুতা বা বিরোধ ছিল বলে তারা জানেন না। পরিবারের এক সদস্য বলেন, নিখোঁজ হওয়ার রাতে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ভোরের দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সুমন ছিলেন শান্ত ও নিরীহ স্বভাবের মানুষ।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত ওই মার্কেটটিকে কেন্দ্র করে আগেও একাধিক অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ভবনটি সংস্কার অথবা সম্পূর্ণ ভেঙে ফেলার উদ্যোগ নিতে হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইবিতে শহীদ হাদির হত্যার বিচার দাবিতে মুক্তিকামী জনতার বিক্ষোভ

জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে...

পাকিস্তানে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১৪ জন প্রা...

চন্দনবাড়ি সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী পালিত হলো বার্ষিক অনুষ্ঠান

ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চন্দনবাড়ি সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বি...

রাজধানীর মিরপুরের পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি সিটি করপোরেশন মার্কেট থেকে এক যু...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের শূন্যরেখার নিকটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ ব...

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ার...

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর মো. আরিফ মিয়া (৭৮) নামের এক বৃদ্ধের মর...

২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন করলো সৌদি আরব

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মা&rsq...

১০০ কোটির মাইলফলক ছুঁল তামান্নার ‘আজ কি রাত’

বলিউডের আইটেম গানে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দক্ষিণী অভিনেত্রী তাম...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের শূন্যরেখার নিকটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা