চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের শূন্যরেখার নিকটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৩ থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন (TENSIWIN) এবং ফেনসিডিলের বিকল্প ৩০ বোতল Eskuf DX সিরাপ উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদক ফেলে পালিয়ে যায়।
আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আমারবাঙলা/এসএবি