ফাইল ফটো
জাতীয়

প্রধানমন্ত্রী ফরিদপুর যাচ্ছেন কাল

জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছেন আগামীকাল। সেখানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

মঙ্গলবার (১০ অক্টোবর) ভাঙ্গায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এ জনসভা হবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভাঙ্গা উপজেলাকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা রেলওয়ে স্টেশন ও জংশন সংলগ্ন এলাকায় তোরণ নির্মাণ করা হয়েছে।

পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন। ব্যানার-ফেস্টুনে রয়েছে ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ বার্তা।

ভাঙ্গার বামনকান্দা এলাকায় অবস্থিত রেলওয়ে স্টেশন বর্ণিল রূপে সাজানো হয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। সেই সাথে প্রধানমন্ত্রীর চলাচলের সড়কের ছোটখাটো গর্ত সংস্কার করা হয়েছে।

প্রশস্ত করা হয়েছে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শুরুর স্থান থেকে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম পর্যন্ত রাস্তাটি। এছাড়া রাস্তার ২ ধারের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে এবং রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

স্টেডিয়ামের আশেপাশের খালি জায়গাগুলো বালু দিয়ে ভরাট করে গাড়ি রাখা ও লোকজন দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। দলের সভানেত্রীকে বরণ করতে ভাঙ্গা ও ফরিদপুরের কেন্দ্রীয় নেতাদের নিয়ে একাধিক বর্ধিত সভা করেছে আওয়ামী লীগ।

জেলাবাসীর প্রধানমন্ত্রীর কাছে দাবি, ফরিদপুর বিভাগ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের।

জেলার নাগরিক মঞ্চের সভাপতি পান্না বালা জানান, ভাঙ্গার সাথে ঢাকার রেল যোগাযোগ চালু হওয়ায় আমরা আনন্দিত। তবে ফরিদপুরে একটি ইপিজেড করার পরিকল্পনা ছিল সরকারের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ফরিদপুরে আসছেন। তিনি এসে যদি এসব কাজ শুরু করার পদক্ষেপ নেন, তাহলে শিল্পে অনুন্নত এ জেলা অনেকদূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামীকাল ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভাঙ্গার বামনকান্দা রেলস্টেশনে ট্রেনে করে এসে নামবেন প্রধানমন্ত্রী। এর আগে মুন্সীগঞ্জের মাওয়ায় সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।

এরপর ট্রেন যোগে আবার ভাঙ্গার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ভাঙ্গা-ঢাকা ট্রেন চলাচলের উদ্বোধন করে দুপুর ২ টায় জনসভায় যোগ দেবেন।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ফরিদপুরের সমন্বয়ক শিপ্রা গোস্বামী জানান, প্রধানমন্ত্রী কাল ফরিদপুরে আসবেন। এতে আমরা খুশি।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্ম ফরিদপুরে। তারা তো আমাদের জেলার লোক। গোপালগঞ্জ আগে ছিল মহকুমা। আমাদের মানুষ আমাদের কাছে আসছেন। আমাদের কিছু দাবি থাকবে, এটাই স্বাভাবিক। আমরা ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই।

ফরিদপুরের চেয়ে অনেক ছোট ও নতুন জেলা বিশ্ববিদ্যালয় পেয়েছে। ফরিদপুরের একটি বিশ্ববিদ্যালয় পাওয়ার সব যোগ্যতাই রয়েছে। দক্ষিণাঞ্চলে যদি নতুন একটি বিভাগ করা হয়, সেক্ষেত্রে ফরিদপুরকে অগ্রাধিকার দেওয়া উচিত।

তিনি আরও বলেন, আমাদের এসব চাওয়া প্রধানমন্ত্রীর জানা আছে। তিনি এসব খুব গুরুত্ব দিয়ে ভেবে দেখবেন বলে আমাদের বিশ্বাস।

জেলাবাসীর দাবি, প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এ অঞ্চলে একটি ইকোনমিক জোন বা ইপিজেড স্থাপন করার। এতে একদিকে যেমন এ অঞ্চলে শিল্পের বিস্তার ঘটবে। পাশাপাশি ঐ সব শিল্পের ওপর ভর করে অনেক শিক্ষিত যুবকের চাকরি ও উদ্যোক্তা হওয়ার পথ সুগম হবে।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে তার নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সব শাখার সাথে সমন্বয় করে প্রয়োজনীয়ও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা