বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আপসহীন রাজনৈতিক অবস্থান ও দীর্ঘ নেতৃত্বের কারণে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে তার প্রয়াণে। তার মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী ও নির্মাতা অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন,
“বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো।”
অপু বিশ্বাসের এই বক্তব্যে ফুটে উঠেছে দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানোর বেদনা। শুধু রাজনীতিবিদ নয়, সাংস্কৃতিক অঙ্গনের অনেক তারকাও সামাজিক মাধ্যমে শোক জানিয়ে তার অবদান স্মরণ করছেন।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ হারাল একজন প্রভাবশালী নেতা ও দীর্ঘদিনের অভিজ্ঞ রাষ্ট্রনায়ক।