ছবি: সংগৃহীত
বিনোদন

সাফল্য-ব্যর্থতা আর বিতর্ক পেরিয়ে ৬০ বছরে সালমান খান

আমার বাঙলা ডেস্ক

আজ বলিউডের ‘ভাইজান’ সুপারস্টার সালমান খানের ৬০তম জন্মদিন। তিন দশকেরও বেশি সময় ধরে রোমান্স ও অ্যাকশনের মিশেলে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এই দীর্ঘ যাত্রা ছিল উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতা, প্রেম-বিরহ, বিতর্ক ও আইনি জটিলতায় ভরা।

৬০ বছর বয়সেও তরুণীদের কাছে সমান জনপ্রিয় এই চিরকুমার তারকা। ছবি সুপারহিট হোক বা ফ্লপ সালমান খানের তারকাখ্যাতি তাতে এতটুকুও কমে না। কারণ, দর্শকের কাছে তিনি শুধুই একজন অভিনেতা নন, তিনি ‘ভাইজান’।

১৯৬৫ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হলেও সালমান খানের বেড়ে ওঠা মুম্বাইতে। বাবা সেলিম খান হিন্দি সিনেমার খ্যাতনামা চিত্রনাট্যকার। সিনেমার পরিবেশেই বড় হওয়া সালমানের জীবনে পরিবারই সবচেয়ে বড় শক্তি। পারিবারিক মূল্যবোধ তাঁর ব্যক্তিত্বে গভীরভাবে প্রভাব ফেলেছে।

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সালমানের। তবে পরের বছর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে ‘প্রেম’ চরিত্রে অভিনয় করে রাতারাতি রোমান্টিক সুপারস্টার হয়ে ওঠেন তিনি। এরপর ‘সাজন’, ‘হাম আপকে হ্যায় কৌন’-এর মতো একাধিক সফল ছবি উপহার দেন।

ক্যারিয়ারের মাঝপথে একের পর এক ব্যর্থতায় প্রায় হারিয়ে যেতে বসেছিলেন সালমান। কিন্তু ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবিতে অ্যাকশন হিরো রূপে ফিরে এসে নতুন ইনিংস শুরু করেন। এরপর ‘তেরে নাম’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’-এর মতো ছবিতে একের পর এক আইকনিক চরিত্রে দর্শক মাতান তিনি।

সাম্প্রতিক সময়ে তাঁর ছবিগুলো বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। আজও নয় থেকে নব্বই সব বয়সী দর্শকের কাছে সমান প্রিয় সালমান খান।

ব্যক্তিগত জীবনেও সবসময় আলোচনার কেন্দ্রে থেকেছেন তিনি। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্ক বলিউডের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত প্রেমকাহিনিগুলোর একটি। এরপর ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও বহুদিন চর্চায় ছিলেন। রোমানীয় শিল্পী ইউলিয়া ভানতুরকে ঘিরেও মাঝেমধ্যে শোনা গেছে রোমান্সের খবর। তবে বিয়ে প্রসঙ্গে বরাবরই রহস্যময় সালমান। মজা করে তিনি বলেন, ‘ভাগ্যই সব ঠিক করে।’

বাইরে থেকে কঠিন মনে হলেও ভেতরে নরম মনের মানুষ সালমান খান। কারও বিপদে পাশে দাঁড়াতে পিছপা হন না তিনি। তাঁর সমাজসেবামূলক কাজ ও মানবিক উদ্যোগও ভক্তদের কাছে সমান প্রশংসিত।

৬০ বছরে পা দিয়েও আলোচনার শীর্ষে থাকা সালমান খান প্রমাণ করেছেন তিনি শুধু একজন তারকা নন, তিনি নিজেই একটি অধ্যায়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযো...

আনন্দ মিছিল শেষে চট্টগ্রামের বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত...

বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও মিছিল

মৌলভীবাজারের বড়লেখায় নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে খেলাফত মজলিস বড়লেখা উপজে...

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ...

কক্সবাজারে যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ড, উদ্ধারে তৎপর রয়েছে কোস্ট গার্ড

আজ ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের নুনিয়াছড়া ফিশারিঘাট সংলগ্ন এলাকা থে...

বিপিএলের মাঠে হঠাৎ অসুস্থ, হাসপাতালে কোচ জাকিরের মৃত্যু

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট বিশেক পর শুরু হবে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স...

চা-বাগান শ্রমিকরা শীতের দাপটে মানবেতর জীবনযাত্রা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়-টিলা ঘেরা সবুজে ঘেরা চা-বাগানগুলোতে সাধার...

কুমিল্লা-৩ আসনে আসিফ মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া অন্তর...

নিম্নমানের বেকারি সামগ্রীতে সয়লাব মনোহরদীর হাট-বাজার

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরি...

সাফল্য-ব্যর্থতা আর বিতর্ক পেরিয়ে ৬০ বছরে সালমান খান

আজ বলিউডের ‘ভাইজান’ সুপারস্টার সালমান খানের ৬০তম জন্মদিন। তিন দশক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা