সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক রাসেল আহমদ (৩৩), রাজনগর উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক তোতা মিয়া (৬৫),একই ওয়ার্ডের আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাছিদ (৫৫),শ্রীমঙ্গল শ্রমিক লীগের সদস্য মো. কাসেম আলী (৩৬),
জুড়ী উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. বাবেল আহমদ (৩৭)।
আমারবাঙলা/এসএবি