প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উই পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আনুমানিক দুপুর ১২টায় দেওয়া এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতি একজন অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ অভিভাবককে হারাল। তার রাজনৈতিক জীবন ও অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
আমারবাঙলা/এসএবি