ছবি: সংগৃহীত
বিনোদন

শিল্পা শেঠির বিকৃত ছবি ও ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

আমার বাঙলা ডেস্ক

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিজের বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় কড়া আইনি পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে—এমন অভিযোগ তুলে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

সম্প্রতি শিল্পা শেঠির নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে একাধিক আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ে। এসব কনটেন্টে তার চেহারা ও কণ্ঠস্বর বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরই তিনি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

অভিযোগের প্রেক্ষিতে বোম্বে হাইকোর্ট দ্রুত পদক্ষেপ নেয়। আদালত সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে ওইসব বিকৃত ছবি, ভিডিও ও লিংক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

আদালতে দাখিল করা আবেদনে শিল্পা শেঠি উল্লেখ করেন, তার অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে অসংখ্য ছবি, ভিডিও এবং এমনকি ডিজিটাল বই তৈরি করা হয়েছে। এসব কনটেন্ট অনলাইনে ছড়িয়ে পড়ায় তার ব্যক্তিগত জীবন ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ব্যক্তিগত সুরক্ষা চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মামলার শুনানি শেষে বিচারপতি অদ্বৈত শেঠনা বিষয়টিকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা তথ্য বিকৃতভাবে প্রকাশ করা আইনত শাস্তিযোগ্য অপরাধ।

বিচারপতি আরও বলেন, নারী বা পুরুষ—কাউকেই এভাবে জনসমক্ষে অপমান বা হেনস্তা করার অধিকার কারও নেই। শিল্পা শেঠির পক্ষ থেকে জমা দেওয়া বিকৃত ছবির স্ক্রিনশট পর্যালোচনার পর আদালত সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে দ্রুত সেই সব কনটেন্ট অপসারণের নির্দেশ দেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিম্নমানের বেকারি সামগ্রীতে সয়লাব মনোহরদীর হাট-বাজার

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরি...

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ...

মৌলভীবাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযো...

বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও মিছিল

মৌলভীবাজারের বড়লেখায় নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে খেলাফত মজলিস বড়লেখা উপজে...

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লুন্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখতে হবে- বিএনপি প্রার্থী নাজমুল

সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য লুন্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনের সক্রি...

হাদির হত্যাকারী ফয়সাল ভারতে পালিয়েছে: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়...

শীতের দাপট বাড়ছে, বছরের শেষের দিনগুলোতে কমতে পারে তাপমাত্রা

মধ্য পৌষের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে গেছে। রোববার (২৮ ডি...

শিল্পা শেঠির বিকৃত ছবি ও ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিজের বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়...

হাদি হত্যার আসামি ভারতে থাকলে ফেরত দেওয়ার আশ্বাস ভারতের: উপদেষ্টা রিজওয়ানা 

শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত কেউ যদি ভারতের ভেতরে অবস্থান করে, সে ক্ষেত্র...

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন মীর হেলাল

চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজীদ আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা