ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে গুলিবিদ্ধের ১৯ দিন পর যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজার শহরের ঝিলংজা এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ জেলা যুবদল নেতা ফারুক (৩৭) মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে টানা ১৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার (২৮ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে কক্সবাজারে রাজনৈতিক অঙ্গনে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ঝিলংজা ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে এই হামলার ঘটনা ঘটে। সে সময় সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল অতর্কিতভাবে জেলা যুবদল নেতা ফারুক ও তার সহযোগী সাইফুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিতে ফারুকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

একই ঘটনায় আহত যুবদল নেতা সাইফুল ইসলাম বর্তমানে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, হামলায় চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’ জড়িত ছিল। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বান্দরবানের লামা উপজেলার একটি দুর্গম রিসোর্ট থেকে হামলাকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত ফারুক জেলা যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ...

নিম্নমানের বেকারি সামগ্রীতে সয়লাব মনোহরদীর হাট-বাজার

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরি...

মৌলভীবাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযো...

বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও মিছিল

মৌলভীবাজারের বড়লেখায় নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে খেলাফত মজলিস বড়লেখা উপজে...

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লুন্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখতে হবে- বিএনপি প্রার্থী নাজমুল

সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য লুন্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনের সক্রি...

শিল্পা শেঠির বিকৃত ছবি ও ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিজের বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়...

হাদি হত্যার আসামি ভারতে থাকলে ফেরত দেওয়ার আশ্বাস ভারতের: উপদেষ্টা রিজওয়ানা 

শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত কেউ যদি ভারতের ভেতরে অবস্থান করে, সে ক্ষেত্র...

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন মীর হেলাল

চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজীদ আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়ত...

নাইক্ষ্যংছড়িতে বিপুল জাল নোটসহ, গ্রেপ্তার ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুল...

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা