কাফনের কাপড় গায়ে জড়িয়ে বিক্ষোভে নেমেছেন চট্টগ্রাম ওয়াসার দৈনিকভিত্তিক কর্মচারীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সংস্থাটির মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা স্থায়ী নিয়োগের দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওয়াসায় কাজ করলেও তাদের স্থায়ী করা হয়নি। বরং মামলা চলমান থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা তারা ‘পরিকল্পিত বৈষম্য’ হিসেবে দেখছেন। তাদের দাবি—বর্তমান কর্মীদের বৈধতা নিশ্চিত করার পরই নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাওয়া উচিত।
কর্মীরা আরও বলেন, ওয়াসার সংকটকালীন সময়ে দায়িত্ব পাওয়ার পরও তারা বারবার অবহেলার শিকার হচ্ছেন। হাইকোর্টে মামলা নিষ্পত্তির আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ আদালত অবমাননা করেছেন বলেও দাবি তাদের।
বর্তমানে চট্টগ্রাম ওয়াসায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করছেন।
আন্দোলন প্রসঙ্গে জানতে উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আমারবাঙলা/এনইউআ