চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল ঘর থেকে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। হামলায় ৭০ বছর বয়সী বৃদ্ধা মিরা দাশ আহত হন।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টার বাজার এলাকার মিলন দাশের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মিরা দাশ জানান, রাতের ওই সময় প্রায় ১৫ জনের একটি ডাকাতদল বাড়িতে আসে। তাদের মধ্যে সাতজন ঘরে প্রবেশ করে। প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল। পরিবারের ছয় ছেলে—মিলন দাশ, স্বপন দাশ, তপন দাশ, রুপন দাশ, সুমন দাশ ও সুজন দাশ—কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। তিনি পুত্রবধূদের নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
ডাকাতরা ঘরে ঢুকে তাকে মারধর করে আলমিরা ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায় বলে জানান মিরা দাশ। তার ভাষ্য অনুযায়ী, রুপন দাশের স্ত্রীর আট ভরি স্বর্ণ ও একটি আইফোনসহ দুটি মোবাইল, সুজন দাশের স্ত্রীর সাত ভরি স্বর্ণ ও একটি মোবাইল, তার নিজের সাত ভরি স্বর্ণ এবং স্বপন দাশের স্ত্রীর কানের দুল, একটি মোবাইল ও নগদ টাকা লুট করা হয়।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমারবাঙলা/এনইউআ