সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার পর থেকে কবর জিয়ারতের জন্য জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়।
প্রবেশমুখ খোলার আগে, সকাল ১১টার দিকে ইতিমধ্যেই মানুষ কবর জিয়ারতের জন্য জড়ো হতে শুরু করেছিল। নিরাপত্তা কারণে তাদের তখন প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রবেশমুখ খোলার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ কবর জিয়ারত করতে যান। অনেকে সেখানে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন।
জিয়া উদ্যানে উপস্থিত মানুষের মধ্যে ঢাকার বাইরে থেকেও বহু মানুষ এসেছিলেন। নারী দর্শকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল। কবর জিয়ারতের সময় আশেপাশের সড়কও সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যাতে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় থাকে।
উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খালেদা জিয়া। বুধবার তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজার পর খালেদা জিয়াকে দাফন করা হয় তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে জিয়ার কবরের পাশে।
আমারবাঙলা/এসএবি