মৌলভীবাজারের বড়লেখায় বিয়েতে রাজি না হওয়ায় দশম শ্রেণিতে অধ্যয়নরত এক কিশোরী ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। থানায় সাধারণ ডায়েরি করার ১৩ দিন পার হলেও অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অবশেষে বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা জাহেদা বেগম প্রধান অভিযুক্ত বখাটে যুবক ফাহিম আহমদসহ ৬ জনের বিরুদ্ধে বড়লেখা থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের এক প্রবাসীর কন্যা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী (১৫)। একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ স্কুলে যাতায়াতের সময় প্রেমের প্রস্তাবের নামে দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল।
এ বিষয়ে ছাত্রীটি তার মাকে জানালে তিনি অভিযুক্ত যুবকের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার প্রার্থনা করেন। পরবর্তীতে ফাহিম আহমদের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও কিশোরী হওয়ায় তার বাবা-মা এতে রাজি হননি।
অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় কামরীপুল সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ফাহিম আহমদ ও তার সহযোগীরা জোরপূর্বক ছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে অপহরণ করে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, সাধারণ ডায়েরির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার রাতে ভুক্তভোগীর মা ৬ জনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। অপহৃত ছাত্রীকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।
আমারবাঙলা/এসএ