বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এ তথ্য প্রকাশ করা হয়।
বৈঠকের পর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে, এবং জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়াও বুধবার এক দিনের সাধারণ ছুটি থাকবে।
সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানান, বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজার সব কার্যক্রমে সরকার পূর্ণ সহযোগিতা প্রদান করবে।
আমারবাঙলা/এসএবি