খেলা

অবশেষে শুটিংয়ে অ্যাডহক কমিটি ঘোষণা, এই কমিটি আমাদের নয় বললেন ক্ষুব্ধ জোবায়দুর

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি। বুধবার (১৬ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত ১৯ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে সম্প্রতি সাবেক ক্রীড়াসচিব ও বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে।

কমিটিতে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে রেমো রউফ চৌধুরী ও আবদুস সালাম খানকে। সাধারণ সম্পাদক হয়েছেন শুটিং সংগঠক ও অভিনেত্রী আলেয়া ফেরদৌসি। যুগ্ম সম্পাদক সাবেক শুটার জি এম হায়দার এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আহমেদ কবির।

সদস্য হিসেবে রয়েছেন সরোয়ার হোসেন, ইমরান চৌধুরী, তৈমুর ফারুক মুন্না, ইউসুফ মোহসিন, সিরাজুল ইসলাম বাবু, শাহেদ আহমেদ, মিটি দেওয়ান, আবদুল্লাহ সালেহিন অয়ন, দাইয়ান নাফিস এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপির প্রতিনিধি।

তবে এই কমিটি ঘোষণার পরপরই ক্ষোভ প্রকাশ করেছেন বিদায়ী সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে তিনি বলেন, ‘শুটিংয়ের যে কমিটি ঘোষণা হয়েছে, এটা নিয়মবহির্ভূত। এটা আমাদের দেওয়া কমিটি নয়। অন্য ফেডারেশনগুলোর কমিটি যেমন সার্চ কমিটির দেওয়া ছিল, শুটিংয়ের কমিটি তেমন নয়। লোকদেখানো কমিটি করার দরকার ছিল না।’

সার্চ কমিটি গঠন করা হয়েছিল ফেডারেশনগুলো গঠনতন্ত্র ও অ্যাডহক কমিটির গঠনের জন্য। ওই কমিটির মেয়াদ শেষ হয় গত ১০ মে। ওই সময়ের মধ্যে সব কমিটি (৫৩টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন) জমা দেন জানিয়ে জোবায়দুর রহমান বলেন, ‘শুটিংয়ের কমিটি আমরা জমা দিই সাত মাস আগে। আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে মে মাসেই। তাহলে এই কমিটি কারা করল? কীভাবে করল? এই লোকগুলো কারা? যদি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মনে করে তারা ইচ্ছেমতো কমিটি করবে, তাহলে সার্চ কমিটি করল কেন? কমিটি গঠন নিয়ে টাকার ভাগ–বাঁটোয়ারার কথা শুনেছি।’

তিনি আরো বলেন, ‘যুগ্ম সম্পাদক করা হয়েছে জিএম হায়দারকে। তার নামে কিছু অভিযোগ ছিল, সে কারণে তাকে আমরা রাখিনি কমিটিতে। একপর্যায়ে ক্রীড়া মন্ত্রণালয়ে শীর্ষ এক কর্মকর্তা আমাকে বলেন, সাজ্জাদকে কোনোভাবে রাখা যাবে না। তারপর কীভাবে রাখা হলো জানি না।’

এ ব্যাপারে যোগাযোগ করলে জিএম হায়দার বলেন, ‘একটি পক্ষ আমার নামে কুৎসা ছড়িয়ে আমাকে আটকে রাখতে চেয়েছিল। যে অভিযোগের কথা বলা হচ্ছে সেটা মিথ্যা।’

জোবায়দুর রহমান জানান, সার্চ কমিটির জমা দেওয়া কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে রাখা হয়েছিল কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সাবেক শুটার আসিফ হোসেন খানকে। কিন্তু আসিফের নাম চূড়ান্ত কমিটিতে নেই। নেই কমনওয়েলথ শুটিং ও এসএ গেমসে সোনাজয়ী সাবেক শুটার শারমিন আক্তার রত্নার নামও। তাঁকে সদস্য তালিকায় রেখেছিল সার্চ কমিটি। তবে সার্চ কমিটি সাধারণ সম্পাদক করেছিল শুটিং সংগঠক আলেয়া ফেরদৌসিকে। তাঁকেই রাখা হয়েছে এই পদে। আলেয়া ফেরদৌসির বয়স এখন আশির কাছাকাছি। এই বয়সে শুটিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফেডারেশন পরিচালনা করা তাঁর জন্য কঠিনই।

কমিটিতে চারজন সাবেক শুটার রয়েছেন-জি এম হায়দার, ইমরান, মিটি ও মোহসিন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরাগ–উত্তরায় হানিট্র্যাপ আতঙ্ক

রাজধানীর তুরাগ ও উত্তরার বিভিন্ন এলাকায় যৌনতার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে...

দুর্গাপূজাকে শান্তিপূর্ণ রাখতে ১৮ দফা নির্দেশনা

চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর...

নিরাপত্তা নিয়ে উদ্বেগে পুলিশ

সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্য...

জিয়ার নামে গাছ রোপন করলেন ‘ক্ষুদে খালেদা’

ক্ষুদে খালেদা জিয়াকে দেখতে উৎসুক জনতার ভিড়। সর্বসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মা...

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তামিমকে নিয়ে যা বললেন বুলবুল

তিন মাস আগে বিসিবি সভাপতির মসনদে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তখনই জানিয়েছিল...

কেন হঠাৎ বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান?

পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক এবং পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইস...

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির চিঠি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরু...

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দে...

মধ্যপ্রাচ্য রুটে বিমানের টিকিটের দাম বাড়তি, বিপাকে প্রবাসীরা

মধ্যপ্রাচ্য রুটে হঠাৎ করেই ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী উড়োজাহাজের টিকিটের...

সাগরে লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি (Well Ma...

লাইফস্টাইল
বিনোদন
খেলা