ছবি: শিক্ষার্থীদের ওয়াইফাই কানেক্ট করিয়ে দিচ্ছেন মোশাররফ হোসেন
রাজনীতি

তারেক রহমানের পরিকল্পনা তরুণদের মাঝে পৌঁছে দিতে মোশাররফের ব্যতিক্রমী উদ্যোগ

চট্টগ্রাম প্রতিনিধি:

আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তরুণ সমাজের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে চট্টগ্রামে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ৫০টি ফ্রি ওয়াই–ফাই জোন চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন।

এরই অংশ হিসেবে বুধবার (৭ জানুয়ারি) নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সামনে শিক্ষার্থী ও তরুণদের কথা বিবেচনায় রেখে একটি ফ্রি ওয়াই–ফাই জোন চালু করা হয়। উদ্বোধনের সময় সেখানে স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোগের বিষয়ে মোশাররফ হোসেন বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নমূলক দফাসমূহ এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ফ্রি ওয়াই–ফাই জোন চালু করা হয়েছে।”

ফ্রি ওয়াই–ফাই সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়বে এবং দেশ, রাজনীতি ও উন্নয়ন বিষয়ে জানার ক্ষেত্র তৈরি হবে। এতে তরুণ প্রজন্ম আরও সচেতন হবে এবং নিজেদের মতামত গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

একজন শিক্ষার্থী বলেন, “অনেক সময় ইন্টারনেট না থাকায় পড়াশোনা বা তথ্য জানার ক্ষেত্রে সমস্যা হয়। ফ্রি ওয়াই–ফাই থাকলে আমরা সহজেই তথ্য পেতে পারব এবং দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারব।”
দলীয় নেতাকর্মীরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

তাঁদের মতে, স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ সমাজকে সম্পৃক্ত করার এমন উদ্যোগ সময়োপযোগী। এতে রাজনৈতিক সচেতনতার পাশাপাশি প্রযুক্তিনির্ভর একটি যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে।

মোশাররফ হোসেন আরও জানান, পর্যায়ক্রমে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে মোট ৫০টি ফ্রি ওয়াই–ফাই জোন চালু করা হবে। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আয়েশা মনি হত্যা মামলায় বাবার জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আলোচিত স্কুলছাত্রী আয়েশা মনি হত্যাকাণ্ডে নির্দেশদাতা...

আ. লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে যুবককে হত্যা চেষ্টা, আটক-১

কুষ্টিয়া ঝাউতলায় দিন-দুপুরে প্রকাশ্যে ধারালো মাংস কাটা ডাঁসা দিয়ে সোহেল রানা...

মনোহরদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে মনোহরদীতে সরিষার ফল...

ক্রিকেটের রাজনীতি: রাজনীতির ক্রিকেট

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারের জানাজার দিন শোক জানাতে ভা...

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ মঙ্গলবার (৬ই ডিসেম্বর) অনুষ্ঠিত হ...

হাসনাত আব্দুল্লাহকে চিনিনা বলা একই আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ। এ আসনে বিএনপির মনোন...

ঋণখেলাপি ইস্যুতে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী নির্বাচন অংশ নিতে পারবেন না

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল...

সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ, লক্ষ্মীপুরে ঝাড়ু মিছিল ও মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার স...

মনোহরদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে মনোহরদীতে সরিষার ফল...

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা