বিভিন্ন বিয়ে ও সম্পর্ক নিয়ে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে এবার ফের রয়েছেন বলিউডের প্রিয় মুখ, শ্রদ্ধা কাপুর। সম্প্রতি বি-টাউনে তার বিয়ের গুঞ্জন ঘুরছে এবং পাত্র হিসেবে বারবার একজনের নাম উঠে আসছে—চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদি।
দীর্ঘদিন ধরেই রাহুল ও শ্রদ্ধার সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছিল। কখনো বিমানে পাশাপাশি বসে যাত্রা করা, আবার কখনো রাজকীয় কোনো অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়া—এ সব মূহূর্ত ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও নিজেদের সম্পর্কে তারা বরাবরই স্পষ্টভাবে কথা বলেননি, তবুও ঘন ঘন একসাথে উপস্থিতি তাদের সম্পর্কের ইঙ্গিত বহন করছে। এবার মনে হচ্ছে শ্রদ্ধা এই সম্পর্ককে পরিণতি দিতে প্রস্তুত।
এর আগে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল আদিত্য রায় কাপুর এবং ফারহান আখতারের সঙ্গে। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয়নি। বিশেষ করে ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাবা শক্তি কাপুরের আপত্তি থাকায় সেই অধ্যায় বন্ধ হয়ে যায়।
রাহুল মোদির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। খবর অনুযায়ী, রাহুলকে কাপুর পরিবারও বেশ পছন্দ করছে। পরিবারের সদস্যদের সবুজ সংকেত মেলায় এবার আর কোনো বাধা নেই শ্রদ্ধার সামনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, “বিয়ে তো করবই।” এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ মন্তব্য অনুরাগীদের মনে নতুন উদ্দীপনা জাগাচ্ছে। এ কথা থেকেই মনে হচ্ছে, হয়তো শীঘ্রই লিভ-ইন নয়, আসল বিয়ের সানাই শোনা যেতে পারে।
বলা যায়, লিউডের এই মিষ্টিকন্যা এবার নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, সিঙ্গেল জীবনের অধ্যায় বন্ধ করে নতুন জীবনের এক নতুন পথে পদার্পণ করবেন। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য, যা হয়তো খুব কাছের ভবিষ্যতে দেখা যাবে।
আমারবাঙলা/এসএবি