বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর উদ্যোগে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসন ও প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রী সহ অপহরণের প্রতিবাদে আজ ৬ই জানুয়ারি ২০২৬ মংগলবার দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ বলেন, বিশ্বের সাম্রাজ্যবাদ অপশক্তি সন্ত্রাসী কায়দায় একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ অপহরণ করে নিয়ে যায়। আন্তর্জাতিক আইন আঞ্চলিক আইনের তোয়াক্কা না করেই। আশ্চর্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন এখন থেকে ভেনেজুয়েলার তেলের ভান্ডার এখন থেকে তাদের দখলে এবং ভেনেজুয়েলা এখন থেকে আমেরিকার দখলে থাকবে। তাহলে সহজেই বিশ্ববাসী বুঝতে পারলো শুধু ভেনেজুয়েলার বিশাল তৈল সম্পদ লুটের জন্যই এই হামলা চালিয়েছে। বিশ্বে সকল যুদ্ধ অশান্তির মুল হলো এই অপশক্তি।
বক্তব্য কমরেড সামাদ আরো বলেন, আমরা জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করছি এবং বিশ্বের সকল শান্তিকামী মানুষকে রাজপথে নেমে এই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে আহ্বান জানাই। কমরেড সামাদ এই হামলা ও অপহরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রেসিডেন্ট কমরেড মাদুরোকে ও তার স্ত্রী কে স-সম্মানে মুক্তির দাবি জানাচ্ছি এবং বিশ্বের দরবারে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাইতে হবে।
কমরেড সামাদ ডোনাল্ড ট্রাম্প কে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন ভিয়েতনাম ও আফগানিস্তানের অগিজ্ঞতা কিন্তু ভালো নয় অবিলম্বে মুক্তি না দিলে সামনে আমেরিকান দুতাবাস ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচী দেয়া হবে। কমরেড সামাদ বিশ্ব ব্যাপী আমেরিকান দূতাবাস ব্যবসা বানিজ্য আমেরিকান স্বার্থকে বয়কট করুন নিষেধাজ্ঞা দিন আমেরিকাকে একঘরে করা হউক। তারা যেন আটলান্টিক পাড়ি দিয়ে আসতে না পারে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান সহকারী সাধারণ সম্পাদক মুফতি তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শাহীন আহমেদ, নারী বিষয়ক সম্পাদক কমরেড আখি, রাহাত খান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জেসমিন আক্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা ওমর ফারুক কুতুবী, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মাগুরা জেলা কমিটির সদস্য কমরেড তারেক ইসলাম বিডি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পটুয়াখালী জেলা কমিটির সভাপতি কমরেড কাওসার আহম্মেদ ও সাধারণ সম্পাদক কমরেড ইমরান হোসেন অনলাইনে পটুয়াখালী জেলা থেকে সমাবেশে যোগ দেন। কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তি যোদ্ধা কমরেড সামসুল হক সরকার, দপ্তর সম্পাদক কমরেড মনিরুজ্জামান মনির প্রমূখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু করে সচিবালয় পল্টন মোড় ঘুরে সেগুনবাগিচা হাইস্কুল পাশ দিয়ে তোপখানা রোডস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কমরেড সামাদ বক্তব্য দিয়ে সমাবেশ সফল করায় পার্টির সকল কমরেড দের ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে আরও কঠোর কঠোর কর্মসূচী আসতে পার মানসিক ভাবে প্রস্তত থাকার আহবান জানিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।