প্রচণ্ড শীতে কাঁপছে মনোহরদীসহ আশেপাশের সমস্ত এলাকা। ঘন কুয়াশা ও হিমেল বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দিনের বেলায় সামান্য সূর্যের আলো থাকলেও সেই কাঙ্খিত উষ্ণতা মিলছে না। বিভিন্ন জেলায় গত কয়েক দিন ধরে ভর দুপুরেও সূর্যের আলো দেখা যায়নি।
গতকালও সন্ধ্যায় মানুষ ঘরের বাইরে বের হতে পারছিল না। জরুরি প্রয়োজনেই যারা বাইরে বের হচ্ছেন, তারা ঠান্ডায় কাবু হয়ে ঘরে ফিরছেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দরিদ্র দিনমজুরেরা কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছেন।
শীতের তীব্রতায় হাসপাতালে ও ক্লিনিকে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষজন রাস্তার মোড়ে, চায়ের দোকান এবং বাজার এলাকায় খড়কুটো, কাঠ ও পুরানো টায়ার জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
নরসিংদী জেলার উপর দিয়ে মৃদু শীত প্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সংস্থার মতে, পৌষের মাঝামাঝি এই সময়ে শীতের তীব্রতা আরও কয়েক দিন থাকবে। তবে দিন-রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে কিছু এলাকায় শীত প্রবাহ প্রশমিত হতে পারে।
এলাকার মানুষ মনে করছে, এই তীব্র শীতে ধনীরা শীতবস্ত্র দিয়ে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
আমারবাঙলা/এসএবি