চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কোষাধ্যক্ষ এসএম ফজলুল হক এবং সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কন্যা সাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। যাচাই-বাছাইয়ে জমা দেওয়া স্বাক্ষরে অসংগতি ও গড়মিল পাওয়া যাওয়ায় উভয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, এসএম ফজলুল হক ও সাকিলা ফারজানা দুজনই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে চট্টগ্রাম-৫ আসনে শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আমারবাঙলা/এনইউআ