কক্সবাজারের পেকুয়া উপজেলায় চলতি অর্থবছরের শীত মৌসুমে দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে এক হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। পেকুয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়।
বরাদ্দকৃত কম্বলের মধ্যে উপজেলার সাতটি ইউনিয়নে বিতরণের জন্য ৭৩০টি কম্বল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর কাছে হস্তান্তর করা হয়। অবশিষ্ট ২৭০টি কম্বল উপজেলা পরিষদের মাধ্যমে সরাসরি অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ইউনিয়নভিত্তিক বিতরণে শিলখালী ইউনিয়ন পরিষদ ৮০টি, পেকুয়া ইউনিয়ন পরিষদ ১০০টি, বারবাকিয়া ইউনিয়ন পরিষদ ১০০টি, টৈটং ইউনিয়ন পরিষদ ১০০টি, মগনামা ইউনিয়ন পরিষদ ১০০টি, রাজাখালী ইউনিয়ন পরিষদ ১০০টি এবং উজানটিয়া ইউনিয়ন পরিষদ ১০০টি করে কম্বল বিতরণ করে।
এ বিষয়ে শিলখালী ও টৈটং ইউনিয়ন পরিষদের সচিব আবদুল আলিম বলেন,
“উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দুস্থদের তালিকা প্রণয়ন করে স্বচ্ছতার সঙ্গে কম্বল বিতরণ করা হয়েছে।”
শিলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (এমইউপি) আবুল কালাম বলেন,
“শীতের তীব্রতা বিবেচনায় নিয়ে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের হাতে কম্বল পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।”
স্থানীয়রা জানান, শীতের তীব্রতা থেকে দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আমারবাঙলা/এনইউআ