ডিএনডি খালের পরিবেশ রক্ষায় মানববন্ধন করেছে খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা শাখা। শুক্রবার (১ আগস্ট) বাদ আছর সিদ্ধিরগঞ্জের সিএনবি রোডে সোনামিয়া মার্কেটসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, মহানগর সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ ও উলামা সম্পাদক মুফতি নুর হুসাইন নূরানী।
বক্তারা বলেন, ডিএনডি খাল এক সময় এ অঞ্চলের মানুষের পানিসেচ, নৌযান চলাচল ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দখল ও দূষণের ফলে খালটির স্বাভাবিক প্রবাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও পরিবেশ দূষণ বাড়ছে।
বক্তারা অবিলম্বে খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, দখলমুক্তকরণ এবং দূষণ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন, জনগণের স্বার্থে এই খালের সুরক্ষা এখন সময়ের দাবি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা সহসভাপতি আব্দুল মজীদ, ডা. খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক ডা. ওলিউর রহমান, ছাত্র মজলিসের সাবেক মহানগর সভাপতি শাহাদাত হোসেন তৌহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
আমারবাঙলা/এফএইচ