ছবি: সংগৃহীত
শিক্ষা

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছয়টি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের।

বাকি তিনটি মধ্যে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে; একটি সামজিক সাংগঠনের এবং একটি স্বতন্ত্র শিক্ষার্থীদের।

তবে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি।

প্যানেল ও সংগঠন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঘোষিত নয়টি প্যানেল হল- ছাত্রদল মনোনীত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, গণতান্ত্রিক ছাত্র জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’; ছাত্র ইউনিয়নের একাংশের ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’, সামাজিক সংগঠন ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরামের (ইউএসডিএফ) ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে পড়বেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।

ছাত্রদলের প্যানেলের কোনো নাম এখনো দেওয়া হয়নি। তবে তা প্রক্রিয়াধীন রয়েছে। প্রচার শুরুর দিনই প্যানেলের নাম ঘোষণা হবে বলে জানিয়েছেন এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস।

অপরদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান ওরফে জাহিদ। আর জিএস পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা এবং এজিএস পদে ‘স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের’ সভাপতি এস এম সালমান সাব্বির।

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরামের (ইউএসডিএফ) ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে ভিপি পদে লড়বেন তাসিন খান, জিএস পদে রাজন আল আহমেদ এবং এজিএস পদে মাহাইর ইসলাম। এদের মধ্যে তাসিন খান ও মাহাইর ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। এ ছাড়া তাসিন খান রাকসুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী, যিনি এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। তাসিনের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২১ জন।

‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেহেদী সজীব, জিএস পদে সালাউদ্দিন আম্মার, এজিএস পদে আকিল বিন তালেব। তারা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তাদের প্যানেলে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গণতান্ত্রিক ছাত্র জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলে ভিপি পদে লড়বেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, জিএস পদে ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদ এবং এজিএস পদে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। রাকসুর ২৩ পদের মধ্যে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬টি পদে।

‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ। এ ছাড়া জিএস পদে উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগারের সাবেক সভাপতি আফরিন জাহান এবং এজিএস পদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯টি পদে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুর আলম লড়বেন ভিপি পদে। আর জিএস পদে সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ এবং এজিএস পদে সাধারণ সম্পাদক পারভেজ আকন্দ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ছাত্র ইউনিয়নের একাংশের ‘অপরাজেয়-৭১, অপ্রতিরোধ্য-২৪’ প্যানেলে ভিপি পদে লড়বেন সংগঠনটির সভাপতি মাসুদ কিবরিয়া। আর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক পরমা পারমিতা এবং এজিএস পদে লড়বেন চারুকলা অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদ। তাদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটজন।

অপরদিকে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাওহিদুল ইসলাম। আর জিএস পদে নুসরাত জাহান নুপুর এবং এজিএস পদে লড়বেন জান্নাত আরা নওশীন। তাদের প্যানেলে আপাতত ছয়জনের নাম ঘোষণা হয়েছে। প্রচার শুরুর দিন বাকিগুলোর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাওহিদুল রহমান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, রাকসু নির্বাচনের ২৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৬০ জন। এর মধ্যে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন। আর সিনেট ছাত্র প্রতিনিধির পাঁচ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬০ জন।

তিনি বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে রবিবার। এদিনই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারও।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচন আয়োজনের সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন। ছবিসহ ভোটোর তালিকা প্রস্তুত হচ্ছে। ভোটকেন্দ্র নির্ধারণ সম্পন্ন হয়েছে। ব্যালট বাক্স ও ব্যালট পেপার সরবরাহের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

মুস্তাফিজের সুখবরেও ‘ট্রিট’ নিয়ে সংশয়ে শান্ত

আইপিএল নিলামে নতুন এক ইতিহাস গড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমা...

অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জেলে আটক

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জ...

শীতে কাঁপছে তেঁতুলিয়া, এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত যেন নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছে। টানা এক সপ্তা...

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ ট...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা