ছবি: সংগৃহীত | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা চলছে। আজ শনিবার সকালে
শিক্ষা

জাকসু: ২১ হলের মধ্যে ১৫টির গণনা শেষ, দুপুর নাগাদ ফলের আশা

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৪২ ঘণ্টা পেরিয়ে গেছে। ফল ঘোষণা করতে আরো কয়েক ঘণ্টা লাগবে বলে ধারণা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী শনিবার বেলা ১১টার আগে জানান, কেন্দ্রীয় সংসদের ২১টি হল কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৫টির ভোট গণনা শেষ হয়েছে। আধা ঘণ্টার মধ্যে আরও তিনটি শেষ হবে। দুপুর দেড়টা বা ২টায় ফল প্রকাশ করা যাবে বলে তারা আশা করছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, ‘আশা করি, আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণার ব্যবস্থা করতে পারব। আমরা সুনির্দিষ্ট সময় বলতে পারছি না।’

কিন্তু শনিবার সকালে সিনেট ভবনে গিয়ে দেখা যায়, রাতভর অবিরাম গণনার পর সকালেও কেন্দ্রীয় সংসদের ফল গণনা চলছে।

১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টায়। বিকাল ৫টার মধ্যে অধিকাংশ হলের ভোটগ্রহণ শেষ হলেও দু-তিনটি হলে ভোটারের দীর্ঘ লাইন থাকায় তা রাত সাড়ে ৭টা পর্যন্ত গড়ায়।

রাত ১০টার পরে কঠোর নিরাপত্তার মধ্যে সিনেট ভবনে শুরু হয় ভোট গণনার কাজ। নির্বাচন কমিশন বলেছে, এ নির্বাচনের ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।

মূল বিপত্তি ঘটেছে মাঝপথে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলের কারণে। জামায়াত সংশ্লিষ্ট এক কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনার অভিযোগ উঠলে নির্বাচন কমিশন ভোট গণনার কাজটি মেশিনের বদলে হাতে করার সিদ্ধান্ত নেয়। আর তা করতে গিয়েই লেজেগোবরে দশা।

শুক্রবার বিকালে একজন রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন, প্রায় আট হাজার ভোটার ভোট দিয়েছেন, কেন্দ্রীয় সংসদের জন্য তিনটা করে ব্যালট গুনতে হবে। তার মানে, প্রায় ২৪ হাজার ব্যালট গণনা করতে হবে।

হল সংসদের ভোট গোনা শেষ হয়েছিল শুক্রবার সন্ধ্যায়। এরপর রাত ৮টার দিকে জাকসুর ভোট গণনা শুরু হয়। এরপর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সেই ২৪ হাজার ব্যালট গোনার কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুলা-স্যাভলনে ছোঁয়ায় ৫০০ টাকা! রেডিক্যাল হাসপাতালে ‘পকেটমারি’

রাজধানীর উত্তরা এলাকায় বেসরকারি চিকিৎসাসেবার অরাজকতা যেন দিন দিন আরও ভয়াবহ রূ...

দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে ট...

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা পণ্ড করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ ম...

নির্বাচনকালেও পর্যটকদের নিরাপত্তায় আপসহীন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার...

কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু চসিকের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা, জবাবদিহি...

নোয়াখালীতে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী-৫ (কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদ...

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা

বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ এর জন্য অভিনেতা রণবীর সিং বেশ প্রশংসিত হয়ে...

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান: নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র উপায়, প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী দীর্ঘ সময় শিবিরে রাখার...

মালিবাগে নির্বাচনী প্রচারণায় বাধা, অভিযোগ তুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

লাইফস্টাইল
বিনোদন
খেলা