নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মৌলভীবাজার প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে, ২০২৫ সালে মৌলভীবাজার জেলায় সর্বোচ্চ সংখ্যক নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চলতি বছরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২ হাজার ৯৬টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করা হয়েছে, যা জেলার অন্যান্য উপজেলার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এছাড়া জটিলতা বিবেচনায় অতি প্রয়োজনীয় ৮১ জন মায়ের সিজারিয়ান অপারেশন করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এসব সিজার অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। যেসব মায়ের আগের ডেলিভারি সিজার ছিল, তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

চ্যালেঞ্জের বিষয় হলো-শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো স্থায়ী গাইনি বিশেষজ্ঞ পদায়িত নেই। তা সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন যোগদানের পর থেকে ডাক্তার সংকটের মধ্যেও তার উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে সপ্তাহে একদিন গাইনি কনসালটেন্ট ডা. ফারজানা হক পর্ণা এসে প্রয়োজনীয় সিজার অপারেশন পরিচালনা করছেন। এই সমন্বিত উদ্যোগই প্রতিষ্ঠানটির সাফল্যের অন্যতম বড় ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ডা. সিনথিয়া তাসমিন বলেন,“আমরা চাই উপজেলার সকল মায়ের প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি নিশ্চিত হোক। তাই বাসায় ডেলিভারির চেষ্টা না করে গর্ভবতী মায়েদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি নিরাপদ ও মানসম্মত সেবা দেওয়ার।”

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি মাতৃ ও নবজাতকের মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ থাকায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেলিভারি করানো তুলনামূলকভাবে বেশি নিরাপদ।

উপজেলার নিয়মিত চিকিৎসাসেবা নিতে আসা আব্দুল মান্নান বলেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অর্জন শুধু জেলার জন্য নয়, বরং গ্রামীণ পর্যায়ে মাতৃস্বাস্থ্য সেবার একটি অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত হতে পারে। সীমিত জনবল ও স্বল্প সুযোগ-সুবিধার মধ্যেও আন্তরিকতা, দক্ষতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব-শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার বাস্তব উদাহরণ। প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবার দায়িত্ব নিয়ে সীমিত সংখ্যক চিকিৎসক দিয়েই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে,...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন...

বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ,নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হ...

ফাগুন উৎসব: বসন্তের রঙে বাঙালির প্রাণের জাগরণ

আসছে বাংলা বর্ষপঞ্জির এক অনন্য মাস ফাল্গুন। শীতের স্থবিরতা কাটিয়ে প্রকৃতিতে য...

চট্টগ্রাম কারাগারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক হাজতির...

রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে একটি দল নারীদের ঘরবন্দি করবে: ইশরাক

একটি দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে নারীদের স্বাধীনতা হরণ করবে বলে অভিযোগ করেছ...

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে,...

গুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মঈনুল

গুমকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে একে ‘মৃত্যুর চেয়েও ভয়াব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা