কুড়িগ্রাম প্রতিনিধি
সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যা ও সৌরভকে হত্যাচেষ্টার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যাসহ সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন, হত্যার প্রতিবাদ, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের উলিপুরে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাসজিদুল হুদা মোড়ে উলিপুর প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাব পৃথকভাবে মানববন্ধনের আয়োজন করে। এতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং শিক্ষার্থীরা অংশ নেন।

প্রথম মানববন্ধনের আয়োজন করে উলিপুর প্রেসক্লাব। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক মমতাজুল হাসান করিমী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষ্মণ।

মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক সমকাল প্রতিনিধি মোন্নাফ আলী, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মঞ্জরুল হান্নান, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি আসলাম উদ্দিন, চাঁদনী বাজার প্রতিনিধি সহিদুল আলম বাবুল, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান চাঁদ, রাজনৈতিক দল এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসাইন এবং প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি চন্দন সরকার।

বক্তারা বলেন, "সারা দেশে সাংবাদিকদের উপর হামলা-নিপীড়ন বাড়লেও কোনো সরকারই এখন পর্যন্ত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।" তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডকে সারা দেশের সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে অবিলম্বে হত্যার বিচার দাবি করেন। বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ার দৃষ্টান্ত অনুসরণ করেই আজ তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

একই স্থানে পরবর্তীতে উপজেলা প্রেসক্লাবের ব্যানারে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, এনটিভির (উলিপুর ও চিলমারী) প্রতিনিধি তানভীরুল ইসলাম এবং স্টার নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জুবায়ের জিহাদি।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং দেশের প্রতিটি সাংবাদিক হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযো...

আনন্দ মিছিল শেষে চট্টগ্রামের বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত...

বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও মিছিল

মৌলভীবাজারের বড়লেখায় নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে খেলাফত মজলিস বড়লেখা উপজে...

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ...

চট্টগ্রাম-১০ ও ১১ আসনে বিএনপির প্রার্থী বদল!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ আসনে প্...

ফরিদগঞ্জে ৬ দোকান আগুনে পুড়ে ছাই, কিশোর নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৪ বছর বয়স...

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আসন্ন ত্রয়োদশ...

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লুন্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখতে হবে- বিএনপি প্রার্থী নাজমুল

সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য লুন্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনের সক্রি...

বিপিএলের মাঠে হঠাৎ অসুস্থ, হাসপাতালে কোচ জাকিরের মৃত্যু

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট বিশেক পর শুরু হবে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স...

চা-বাগান শ্রমিকদের শীতের দাপটে মানবেতর জীবনযাত্রা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়-টিলা ঘেরা সবুজে ঘেরা চা-বাগানগুলোতে সাধার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা