শিক্ষা

বাংলাদেশ স্কাউটস্ এ সংস্কারের আড়ালে গঠনতন্ত্র পরিপন্থী কাজের দায় কার?

নিজস্ব প্রতিবেদক

গত ১১ তারিখে বাংলাদেশ স্কাউটস এর বর্তমান এডহক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে যথাক্রমে সভাপতি ও প্রধান জাতীয় কমিশনের দায়িত্ব পালনের অনুশাসন জারি করা হয়েছে। একই সাথে কোন প্রকার কাউন্সিল ছাড়াই অন্যান্য সকল পদে নিয়োগ/মনোনয়ন প্রদানের উদ্দোগ গ্রহন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়মের বাইরে চীফ স্কাউট তথা মহামান্য রাষ্ট্রপতি কোন প্রকার সিদ্ধান্ত প্রদান করেন না। গঠন ও নিয়মের ২৯ ধারাবলে জাতীয় কমিশনারের দায়িত্ব পালন করা ছাড়া কোন ব্যক্তি প্রধান জাতীয় কমিশনের দায়িত্ব পালন করতে পারেন না। বাংলাদেশ স্কাউটস এর সভাপতি, সহ সভাপতি, প্রধান জাতীয় কমিশনার ও কোষাধ্যক্ষ কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে গঠিত হয়ে থাকে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ করার পরেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সাময়িক ব্যবস্থা হিসাবে এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ স্কাউটস এর বর্তমান এডহক কমিটি ইতোমধ্যে দুদফা তার মেয়াদ বৃদ্ধি করেছে । এই কমিটি এখন কাউন্সিল অধিবেশন না করে সভাপতি ও প্রধান জাতীয় কমিশনারের দায়িত্ব পালনের নামে দীর্ঘমেয়াদি ক্ষমতায় টিকে থাকার কৌশল অবলম্বন করছে মর্মে কয়েকজন প্রাক্তন জাতীয় কমিশনার দাবি করেন। নাম প্রকাশ না করার শতে একজন প্রবীণ স্কাউট বলেন যে, চীফ স্কাউট তথা মহামান্য রাস্ট্রপতি কিভাবে তাঁর উপর ন্যাস্ত দায়িত্ব পালন করবেন তা গঠনতন্ত্রে সুস্পস্ট উল্লেখ করা আছে। বাংলাদেশ স্কাউটস এর গঠনতন্ত্র বহাল থাকা অবস্থায় কাউন্সিল অধিবেশন ছাড়া সভাপতি ও প্রধান জাতীয় কমিশনের দায়িত্ব পালন বাংলাদেশ স্কাউটস এর গঠনতন্ত্র পরিপন্থি।

“২৬। চীফ স্কাউট
(ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদাধিকারবলে বাংলাদেশের চীফ স্কাউট। তিনি বাংলাদেশের স্কাউট আন্দোলনের প্রেরণা ও উদ্দীপনার মূল উৎস। চীফ স্কাউট ইচ্ছা করলে এর যে কোন সভা এবং অনুষ্ঠানে যোগদান করতে পারবেন।
(খ) যে কোন স্থানে ও সময়ে তিনি জাতীয় কাউন্সিলের সভা ডাকতে এবং সেই সভায় সভাপতিত্ব করতে পারবেন।
(গ) ‘গঠন ও নিয়ম’ এর বিধি মোতাবেক স্কাউট সংগঠন সম্পর্কে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে।
(ঙ) জাতীয় কাউন্সিলের সুপারিশক্রমে তিনি তাঁর স্বাক্ষরিত সনদপত্র দ্বারা প্রধান জাতীয় কমিশনার নিয়োগ করবেন।
(চ) প্রধান জাতীয় কমিশনারের সুপারিশক্রমে তিনি নিজ স্বাক্ষরে জাতীয় কমিশনার এবং আঞ্চলিক কমিশনারদের সনদ দেবেন।
(ছ) প্রধান জাতীয় কমিশনারের সুপারিশক্রমে তিনি প্রেসিডেন্ট’স স্কাউট ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান অনুমোদন করবেন এবং তাতে স্বাক্ষর করবেন।
২৯। প্রধান জাতীয় কমিশনার
জাতীয় কাউন্সিলের সুপারিশক্রমে বাংলাদেশের চীফ স্কাউট স্বাক্ষরিত সনদ বলে জাতীয় কমিশনার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন ব্যক্তিদের মধ্য থেকে একজন ৩ (তিন) বছরের জন্য প্রধান জাতীয় কমিশনার নিযুক্ত হবেন। মেয়াদান্তে তিনি এ পদে পুনঃনিযুক্ত হতে পারবেন৩। কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে প্রধান জাতীয় কমিশনার এর পদ শূন্য হলে জাতীয় কাউন্সিলের পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটির সুপারিশে চীফ স্কাউট কর্তৃক অনতিবিলম্বে একজন জাতীয় কমিশনার প্রধান জাতীয় কমিশনার নিযুক্ত হবেন।”

অংশীজনেরা মনে করেন জুলাই আন্দোলনের মূল ভাবনাকে আড়াল করে বাংলাদেশ স্কাউটস বৈষম্যের পথে হাঁটছে। বর্তমান এডহক কমিটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করে কিভাবে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায়, সেটিই তাদের প্রতিনিয়ত প্রচেষ্টা। আর এভাবে হাজার কোটি টাকার স্বেচ্ছাসেবী রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক জানান আগামী ১৮ সেপ্টেম্বর তারিখে এডহক কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত মিটিংয়ে বর্তমান আহবায়ক ও সদস্য সচিব কোন পদবী ব্যবহার করবেন তা আলোচনা হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান স্কাউটস এর অর্থ ব্যয়ে সদস্যসচিব ও প্রফেশনাল কর্মকর্তাগণের স্কাউটস্ এর প্রোগ্রাম উপলক্ষে বিদেশ ভ্রমণ করার রেওয়াজ আছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা...

সেন্টমার্টিন খুললেও যাচ্ছে না জাহাজ

দীর্ঘ প্রায় নয় মাসের বিরতির পর অবশেষে আজ শনিবার (১ নভেম্বর) থেকে দেশের একমা...

যে কারনে বাংলাদেশে সরকার পরিবর্তন,ব্যাখ্যা করলেন অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস...

দেশজুড়ে সমবায়ের জয়যাত্রা, বঞ্চিত সিলেট বিভাগ

দেশজুড়ে যখন সমবায়ের জয়যাত্রা, তখন সিলেট বিভাগ যেন রয়ে গেছে উন্নয়নের মানচিত্রে...

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার পথে সরকার

জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতার দিকে এগোচ্ছে সরকার। ইতোমধ...

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা...

যে কারনে বাংলাদেশে সরকার পরিবর্তন,ব্যাখ্যা করলেন অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস...

দেশজুড়ে সমবায়ের জয়যাত্রা, বঞ্চিত সিলেট বিভাগ

দেশজুড়ে যখন সমবায়ের জয়যাত্রা, তখন সিলেট বিভাগ যেন রয়ে গেছে উন্নয়নের মানচিত্রে...

সুদানে ভয়াবহ গণহত্যা চালালো আরএসএফ

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে ভয়াবহ গণহত্যার চিত্র উঠে এসেছে। আবুবকর আ...

সেন্টমার্টিন খুললেও যাচ্ছে না জাহাজ

দীর্ঘ প্রায় নয় মাসের বিরতির পর অবশেষে আজ শনিবার (১ নভেম্বর) থেকে দেশের একমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা