খেলা

স্বরূপে ফিরল ইয়ামালের ‘সুপারম্যান’ দেয়ালচিত্র

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা শহরের ভিলা দে গ্রাসিয়া অঞ্চলের প্লাসা জোয়ানিকে লামিনে ইয়ামালের দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন দুর্বৃত্তরা। গত মাসের মাঝামাঝি সময়ে ইয়ামালের ১৮তম জন্মদিনকে উৎসর্গ করে দেয়ালচিত্রটি এঁকেছিলেন ইতালিয়ান নগরশিল্পী সালভাতরে বেনিনতেন্দে, যিনি ‘টিভিবয়’ নামে পরিচিত।

সোমবার (৪ আগস্ট) ইয়ামালের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে তা আংশিকভাবে ঢেকে দেওয়া হয়। গ্রিম ভাইদের রূপকথার গল্পের বই ‘স্নো হোয়াইট’–এর সাতটি কাল্পনিক বামন চরিত্র ‘সেভেন ডোয়ার্ফ’। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, গতকাল বিকেল নাগাদ দেয়ালচিত্রটি আগের রূপে ফিরিয়ে আনা হয়। ‘টিভিবয়’ নিজেই এ কাজ করেন।

ইএসপিএন জানিয়েছে, গত ১৩ জুলাই ইয়ামালের ১৮তম জন্মদিনের আগে দেয়ালচিত্রটি উন্মোচন করা হয়। কমিক সুপারহিরো চরিত্র ‘সুপারম্যান’–এর পোশাকে ইয়ামালকে ফুটিয়ে তুলেছিলেন টিভিবয়। দুর্বৃত্তরা এই দেয়ালচিত্রের ওপর এবং আশপাশে সাতটি বামন চরিত্র আঁকে, যা গ্রিম ভাইদের বই অবলম্বনে বানানো ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ’ সিনেমা থেকে নেওয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়ামালের দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করার কাজটা দুর্ঘটনাবশত নয়। নিজের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে একদল বামন মানুষকে বিনোদনের জন্য ভাড়া করেছিলেন ইয়ামাল। যে কারণে স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রণালয় ইয়ামালের জন্মদিন উদ্‌যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের অনুরোধ করেছিল তখন। এ নিয়ে তখন সমালোচনার শিকারও হয়েছিলেন ইয়ামাল।

এএস জানিয়েছে, ইয়ামাল তাঁর জন্মদিনে বামনদের বিনোদনের জন্য ভাড়া করায় এর প্রতিবাদ হিসেবে তাঁর দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করা হতে পারে। তবে ইয়ামালের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা এক বামন শিল্পী পরে বলেছিলেন, ‘(জন্মদিনের) অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ায় আমরা গর্বিত। এটা ছিল পেশাদার ও মানবিক অভিজ্ঞতা যেখানে আমাদের সম্মান করা হয়েছে।’

কিছুদিন আগে ইয়ামালের এই দেয়ালচিত্র ক্ষতিগ্রস্ত করার ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে প্রমাণিত হয় যে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো। প্রাক্‌–মৌসুম সফরে ইয়ামাল এখন বার্সেলোনার সঙ্গে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। সোমবার কোরিয়ান দল দেগুর সঙ্গে প্রীতি ম্যাচ ৫-০ গোলে জিতেছে বার্সা। ইয়ামাল এ ম্যাচে ৪৫ মিনিট খেললেও গোল পাননি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সায় ধারে যোগ দেওয়া ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড বার্সার হয়ে প্রথম গোল পেয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১৩৩ শিশু

গত বছরের জুলাই মাসে বাংলাদেশজুড়ে ছাত্র-জনতার গণ-আন্দোলন দমনে চালানো সহিংস অভি...

‘নির্যাতনে ছাত্রলীগের অংশীদার হতেন শিবিরের নেতা-কর্মীরা’

ইসলামী ছাত্রশিবির থেকে আসা কিছু নেতাকর্মী ছাত্রলীগের নির্যাতনে জড়িত ছিলেন বলে...

এনসিপি ‘কিংস পার্টি’, তাদের দুজন সরকারে : ইফতেখারুজ্জামান

গণ-অভ্যুত্থানের পর গঠিত হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) &lsqu...

বিসিসিআইকে নির্লজ্জ বললেন প্রিয়াঙ্কা

অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। এশিয়া কাপ ক্রিকেট যথাসময়েই শুরু হচ্ছে। রবিবার (৩ আগ...

ধারাবাহিক রান করার অভ্যাস জরুরি

ঘরোয়া ক্রিকেটে ভালো করে জাতীয় দলে সুযোগ পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হওয়া...

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ এর যাত্রা শুরু

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও মুক্তি...

আর্জেন্টিনার হয়ে ‘শেষ’ ম্যাচটা খেলতে পারবেন তো মেসি

লিগস কাপে গত পরশু নেকাক্সার বিপক্ষে চোটে পড়েন লিওনেল মেসি। বাধ্য হয়েই ১২ মিনি...

স্বরূপে ফিরল ইয়ামালের ‘সুপারম্যান’ দেয়ালচিত্র

বার্সেলোনা শহরের ভিলা দে গ্রাসিয়া অঞ্চলের প্লাসা জোয়ানিকে লামিনে ইয়ামালের দেয়...

সিডনিতে ‘সূর্য দীঘল বাড়ি’ প্রদর্শনী

সিডনিতে বাংলাদেশের কালজয়ী চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ি’র এক বিশেষ...

সেই ‘রাশি’ এবার নতুন পরিচয়ে

একসময় দর্শকদের মন জয় করেছিলেন ‘রাশি’ হয়ে। টেলিভিশনের পর্দায় সেই আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা