খেলা

স্বরূপে ফিরল ইয়ামালের ‘সুপারম্যান’ দেয়ালচিত্র

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা শহরের ভিলা দে গ্রাসিয়া অঞ্চলের প্লাসা জোয়ানিকে লামিনে ইয়ামালের দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন দুর্বৃত্তরা। গত মাসের মাঝামাঝি সময়ে ইয়ামালের ১৮তম জন্মদিনকে উৎসর্গ করে দেয়ালচিত্রটি এঁকেছিলেন ইতালিয়ান নগরশিল্পী সালভাতরে বেনিনতেন্দে, যিনি ‘টিভিবয়’ নামে পরিচিত।

সোমবার (৪ আগস্ট) ইয়ামালের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে তা আংশিকভাবে ঢেকে দেওয়া হয়। গ্রিম ভাইদের রূপকথার গল্পের বই ‘স্নো হোয়াইট’–এর সাতটি কাল্পনিক বামন চরিত্র ‘সেভেন ডোয়ার্ফ’। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, গতকাল বিকেল নাগাদ দেয়ালচিত্রটি আগের রূপে ফিরিয়ে আনা হয়। ‘টিভিবয়’ নিজেই এ কাজ করেন।

ইএসপিএন জানিয়েছে, গত ১৩ জুলাই ইয়ামালের ১৮তম জন্মদিনের আগে দেয়ালচিত্রটি উন্মোচন করা হয়। কমিক সুপারহিরো চরিত্র ‘সুপারম্যান’–এর পোশাকে ইয়ামালকে ফুটিয়ে তুলেছিলেন টিভিবয়। দুর্বৃত্তরা এই দেয়ালচিত্রের ওপর এবং আশপাশে সাতটি বামন চরিত্র আঁকে, যা গ্রিম ভাইদের বই অবলম্বনে বানানো ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ’ সিনেমা থেকে নেওয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়ামালের দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করার কাজটা দুর্ঘটনাবশত নয়। নিজের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে একদল বামন মানুষকে বিনোদনের জন্য ভাড়া করেছিলেন ইয়ামাল। যে কারণে স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রণালয় ইয়ামালের জন্মদিন উদ্‌যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের অনুরোধ করেছিল তখন। এ নিয়ে তখন সমালোচনার শিকারও হয়েছিলেন ইয়ামাল।

এএস জানিয়েছে, ইয়ামাল তাঁর জন্মদিনে বামনদের বিনোদনের জন্য ভাড়া করায় এর প্রতিবাদ হিসেবে তাঁর দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করা হতে পারে। তবে ইয়ামালের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা এক বামন শিল্পী পরে বলেছিলেন, ‘(জন্মদিনের) অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ায় আমরা গর্বিত। এটা ছিল পেশাদার ও মানবিক অভিজ্ঞতা যেখানে আমাদের সম্মান করা হয়েছে।’

কিছুদিন আগে ইয়ামালের এই দেয়ালচিত্র ক্ষতিগ্রস্ত করার ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে প্রমাণিত হয় যে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো। প্রাক্‌–মৌসুম সফরে ইয়ামাল এখন বার্সেলোনার সঙ্গে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। সোমবার কোরিয়ান দল দেগুর সঙ্গে প্রীতি ম্যাচ ৫-০ গোলে জিতেছে বার্সা। ইয়ামাল এ ম্যাচে ৪৫ মিনিট খেললেও গোল পাননি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সায় ধারে যোগ দেওয়া ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড বার্সার হয়ে প্রথম গোল পেয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পে স্কেল বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর...

কঠোর নিরাপত্তায় ঢাকা, মোড়ে মোড়ে তল্লাশি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্...

দ্বিতীয় বিয়ের খবর তিন মাস পর জানালেন রশিদ খান

অনেক দিন ধরেই আলোচনা চলছিল রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে। অবশেষে নিজের দ্বিতীয়...

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইবি শিক্ষার্থীদের প্রত্যাশা

বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভোটাধিকার নিজেদের প্রতিনিধি নির্বাচনের...

আওয়ামী লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদে সুবর্ণচরে বিএনপির ‘বাজার লকডাউন'

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারে আওয়ামী লীগ নেতা আনিসুল হক জাহাঙ্গী...

ফেনীতে রেললাইনে গাছ কেটে ফের নাশকতার চেষ্টা

ফেনীতে রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা করেছে।...

বিলুপ্তির দ্বারপ্রান্তে পাহাড়ের মাচাংঘর

রাঙামাটির রাজস্থলী পার্বত্যাঞ্চলে একসময় পাহাড়ি গ্রামগুলোতে চোখে পড়ত সারি সারি...

হাতিয়ায় কোটি টাকার অনুদান দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৬০০ সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ১ কোটি ২০ লাখ ট...

খুলনা সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা

খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় পেট্রোল দিয়ে আগুন দিয়ে...

মিরপুরে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশন থেকে আজ বৃহস্পতিবার দুটি ককটেলসহ এক যুবককে আটক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা