খেলা

ধারাবাহিক রান করার অভ্যাস জরুরি

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ক্রিকেটে ভালো করে জাতীয় দলে সুযোগ পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হওয়া ক্রিকেটারের সংখ্যা কম নয়। বিসিবির কোচ সোহেল ইসলামের ধারণা, ঘরোয়াতে প্রতিযোগিতা বাড়লেই শুধু ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করবেন।

গত রবিবার সোহেল ইসলাম বলেন, ‘একজন খেলোয়াড় যখন ঘরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে সুযোগ পেতে চায়, তখন তার গড় ভালো হওয়া প্রয়োজন। তাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হয়। তবে আমাদের দেশে এখন পর্যন্ত সাধারণত কয়েকটি ম্যাচ দেখেই খেলোয়াড়দের সাফল্য বিচার করি। খেয়াল করে দেখবেন, আমাদের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা কম। আমাদের যখন ধারাবাহিকতা বাড়বে এবং ঘরোয়াতে যদি প্রতিযোগিতা বাড়ে তখন আন্তর্জাতিক ক্রিকেটেও তারা ভালো করবে।’

তিনি যোগ করেন, ‘এটার জন্য আমাদের সংস্কৃতি থাকাটাও গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমরা কীভাবে একজন খেলোয়াড়কে মূল্যায়ন করি? আপনি যদি ভারতে দেখেন, সেখানে ঘরোয়া ক্রিকেট খুবই প্রতিযোগিতামূলক। সেখানে একটি একশ কিংবা দুইশ রানের ইনিংস কোনো ব্যাপার না। আমাদের এখানে দেখা যায় একটি সেঞ্চুরি করলেই আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে সন্তুষ্ট হয়ে যায়, কোচ কিংবা আপনারাও। ঘরোয়া ক্রিকেটে কতটা ধারাবাহিকভাবে রান করছেন সেটা আমাদের দেখতে হবে।’

কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে লিডস টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের ঋষভ পন্ত। দুই সেঞ্চুরির পরের টেস্টে পেয়েছিলেন হাফ সেঞ্চুরিও। লর্ডসেও ৫০ ছোঁয়া ইনিংস আছে পন্তের। বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু দেখা যায় না। যেমন সবশেষ শ্রীলংকা সফরে গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু পরের টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন বাংলাদেশের তৎকালীন টেস্ট অধিনায়ক।

সোহেল জানান, বাংলাদেশের ব্যাটারদের এখান থেকে বের করার চেষ্টা করছেন। বিসিবির এই কোচ বলেন, ‘বড় রান করা, ব্যাক টু ব্যাক রান করা এগুলো অভ্যাসের ব্যাপার। এটা এমন না যে, এক টেস্টে আমি দুটি সেঞ্চুরি করেছি বলে পরের ইনিংসে আমি রান কর।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কঠোর নিরাপত্তায় ঢাকা, মোড়ে মোড়ে তল্লাশি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্...

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পে স্কেল বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর...

দ্বিতীয় বিয়ের খবর তিন মাস পর জানালেন রশিদ খান

অনেক দিন ধরেই আলোচনা চলছিল রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে। অবশেষে নিজের দ্বিতীয়...

এনসিপিতে নেতৃত্বের দ্বন্দ্ব

দলীয় পদ আর আসন সমঝোতার অন্তঃকোন্দলে গৃহদাহ শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টিতে (...

আওয়ামী লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদে সুবর্ণচরে বিএনপির ‘বাজার লকডাউন'

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারে আওয়ামী লীগ নেতা আনিসুল হক জাহাঙ্গী...

জলবায়ু সংকট আসলে স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও

জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব...

খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশন নিরপেক্ষতা হারাবে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, খেলোয়াড়রা (রাজনৈ...

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ...

ঢাকা-মুন্সিগঞ্জ-গোপালগঞ্জ-টাঙ্গাইলে যানবাহনে আগুন

রাজধানীসহ চার জেলায় গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্...

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা