বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের প্রখ্যাত অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “জাভেদ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়েছেন। সবাই তাঁর আত্মার শান্তির জন্য দোয়া করবেন।”
ইলিয়াস জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্ম নেওয়া তিনি পরে পরিবারের সঙ্গে পাঞ্জাবে বসবাস করেন। ১৯৬৪ সালে উর্দু ছবি নয়ী জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। তবে ১৯৬৬ সালের পায়েল সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন শুরু হয়, যেখানে তার নায়িকা ছিলেন শাবানা।
নাটক ও নৃত্য পরিচালনায় অভিষেক হলেও পরবর্তীতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন এবং শতাধিক চলচ্চিত্রে উপস্থিত হন। বিশেষভাবে নিশান চলচ্চিত্রের জন্য তিনি আজও স্মরণীয়।
তাঁর অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।
ব্যক্তিগত জীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।