চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দ্রুতগতির অটোরিকশার চাপায় চার বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহ আনাচের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে একটার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকায় বুড়া বিবি সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিশু আনাচ হাটহাজারী উপজেলার মুনিয়া পুকুরপাড় এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে।
জানা গেছে, সে নানার বাড়িতে বেড়াতে এসে সড়কের ধারে খেলছিল। তখন একটি দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে চাপা দেয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন স্বাস্থ্য সহকারী ঘটনাটি নিশ্চিত করেছেন।