বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে বুধবার (২৬ ফেব্রুয়ারি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটি আত্মপ্রকাশ করবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সংগঠন তৈরির প্রধান উদ্যোক্তারা একসঙ্গে বসেছেন। এ বৈঠকে তারা আলাপ-আলোচনার ভিত্তিতে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি চূড়ান্ত করবেন। কমিটি চূড়ান্ত হওয়ার পর মঙ্গলবার দুপুরের মধ্যে তারা আত্মপ্রকাশের প্রস্তুতির বিষয়ে বসবেন। সেখানে সংগঠনটির নাম চূড়ান্ত হতে পারে।
উদ্যোক্তাদের মধ্যে একাধিক সংগঠক জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি জাতীয় রাজনৈতিক দল আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পাবে। তার আগেই ছাত্রদের সংগঠন আত্মপ্রকাশ করবে। ২৬ তারিখ মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ অনেকটাই নিশ্চিত।
এরই মধ্যে সংগঠনটির ঘোষণাপত্রসহ অন্যান্য কাজ শেষ হয়েছে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে শতাধিক শিক্ষার্থী থাকবেন। তবে কেন্দ্রীয় কমিটিতে আরো বেশি শিক্ষার্থী যুক্ত হবেন। কিন্তু, এখনো কমিটিগুলো পূর্ণাঙ্গ প্রস্তুত হয়নি।
তবে সংগঠনটি গড়ার উদ্যোগের সঙ্গে জড়িত এমন তিনজন এবং শীর্ষ নেতৃত্বে আসবেন এমন একজন জানিয়েছেন, সংগঠনটির কেন্দ্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে কারা আসবেন, তা অনেকটাই চূড়ান্ত। বড় কোনো ঘটনা না ঘটলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
তারা জানিয়েছেন, সংগঠনটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র নিয়ে শীর্ষ চারটি পদ থাকবে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থাকতে পারে।
এর বাইরে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে একাধিক সদস্য থাকবেন। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ বা তার থেকে জ্যেষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা কেন্দ্রের কমিটিতে যাচ্ছেন। অন্যদিকে ২০২০-২১ বা ২০২১-২২ সহ তুলনামূলক নবীন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে থাকবেন।
তারা জানিয়েছেন, সংগঠটির কেন্দ্রে আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন আবু বাকের মজুমদার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমম্বয়ক। যে ছয়জন সমম্বয়ককে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে তিনি একজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে তিনি আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন।
কেন্দ্রের সদস্য সচিব পদে আসছেন জাহিদ আহসান। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দপ্তর সেলের সম্পাদক। জুলাই অভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ ছাড়া আবরার ফাহাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হামলার শিকার হন। পরে বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়।
সংগঠনটির মুখ্য সংগঠক পদে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংসদের সহ-সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমম্বয়ক হিসেবে ভূমিকা রেখেছেন। তিনি একতার বাংলাদেশ নামে একটি প্লাটফর্মের মুখপাত্র।
সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্বে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শিক্ষার্থী আশরেফা খাতুন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনিও সমম্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক পদে আসছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আব্দুল কাদের। আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গণঅভ্যত্থানের নয় দফা ঘোষণা করেন; যা আন্দোলনকে একদফার দিকে নিয়ে যায়। এর আগে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব পদে আসছেন গণিত বিভাগের শিক্ষার্থী মুহির আলম। তিনি জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। এ ছাড়া মুখ্য সংগঠক পদে আসছেন হাসিব আল ইসলাম। তিনি সমম্বয়ক হিসেবে ভূমিকা রাখেন।
এর আগে তিনি আখতার হোসেনের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির সক্রিয় সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে আসছেন বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি। তিনিও সমম্বয়ক হিসেবে ভূমিকা রাখেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
নতুন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করবে। ‘স্টুডেন্টস ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ স্লোগান নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করবে। তবে সংগঠনটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
মাঝখানে বিপ্লবী ছাত্রশক্তি নামের গুঞ্জন শোনা গেলেও তা একাধিক উদ্যোক্তা খারিজ করেছেন। তারা জানিয়েছেন, এখনো নাম নিয়ে আলোচনা চলছে।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটি নতুন সংগঠন ঘোষণার বিষয়ে জানান অভ্যুত্থানের সংগঠকরা।
এ সময় আবু বাকের মজুমদার জানান, ‘‘আমাদের ছাত্র সংগঠন লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠক হবে না। নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা হচ্ছে। এ ছাত্র সংগঠনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সংগঠনের নেতৃত্ব প্রক্রিয়ার অংশ হিসেবে ‘বটম টু টপ’ থেকে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচন করা হবে। সংগঠনের আর্থিক বিষয় অভ্যন্তরীণ চাঁদা দেওয়ার মাধ্যমে পরিচালিত হবে।’’
এদিকে নতুন সংগঠনে বয়সের সীমা থাকবে বলে জানিয়েছেন আব্দুল কাদের। তিনি বলেন, এ ছাত্র সংগঠনে যারা কেন্দ্রীয় কমিটিতে আসবেন তাদের বয়স হতে হবে অনূর্ধ্ব ২৮। ২৮ বছরের বেশি কেউ এ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সদস্যপদ পাবেন না। আবার বিশ্ববিদ্যালয় ইউনিটগুলোর ক্ষেত্রে সদস্য হতে পারবেন অনার্সে ভর্তি হওয়ার পর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত। অর্থ্যাৎ এ সংগঠন শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য।
এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠকদের নিয়ে একটি জাতীয় রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংগঠনটি আত্মপ্রকাশ করবে।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            