নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে ৩০ অক্টোবর (বুধবার)।
মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া নির্ধারণসংক্রান্ত সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ কথা জানান।
ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, ওইদিন (৩০ অক্টোবর) হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে।
গত বছর বিমান ভাড়া ছিল এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। বিমানের পক্ষ থেকে এবার ভাড়া এক লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। আপনারা মেনে নিচ্ছেন কি না- এমন প্রশ্নে উপদেষ্টা জানান, বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে একটু বিবেচনার বিষয় রয়েছে। তাই এখন আমরা চূড়ান্তভাবে বলতে পারবো না। এ বিষয়ে আমরা কাজ করছি, ভাড়া কমানোর চেষ্টা করছি।
তিনি বলেন, এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাই নাস হজযাত্রী পরিবহন করবে।
এবারের হজ প্যাকেজ জানতে চাইলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার জানান, গতবারের চেয়ে খরচ কম হবে, ইনশাল্লাহ্।
প্রসঙ্গত, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। আগামী বছরের ১৩ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি হবে।
আমার বাঙলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            