জামায়াত ইসলামী সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি। কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক হবে-এ নিয়ে এক মহোৎসব শুরু হয়েছে। কিন্তু, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত সরকারকে তাদের পুনর্বাসনের জন্য বড় ধরনের পদক্ষেপ দেখলাম না।’
তিনি আরো বলেন, ‘সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে। হ্যাঁ, আমরা যদি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি তাহলে করতে পারে। কিন্তু, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে কথাগুলো বলা হচ্ছে তাদের রক্তের ঋণ পরিশোধ করা উচিত।’
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ছাত্রশিবির বলে ছাত্রদলের ভেতর নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছে। কে কখন নিষিদ্ধ হয়, তা আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কি না আমরা জানি না। ছাত্রশিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি একসময়। আমরা এটাও জানি শিবিরের বর্তমান নেতারা ছাত্রলীগের ভেতর অবস্থান করে অনেক পদ-পদবীও পেয়েছিলেন।’
তিনি আরো বলেন, ‘একাত্তরের পূর্ববর্তী সময়ে নিষিদ্ধ ছিল জামায়াত। জিয়াউর রহমান তাদের রাজনীতির সুযোগ দিয়েছিল। এখন তারাই সুযোগ পেলে পেছন দিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করে।’
একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, ‘সরকারের দায়িত্বে থাকা অবস্থায় নতুন রাজনৈতিক দল গঠন সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।’
গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            