রাজধানীসহ চার জেলায় গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার সকালে জানান, আগুন লাগার ঘটনাগুলো ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে ঘটে।
তথ্য অনুযায়ী, রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এরপর রাত পৌনে ৩টার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে একটি হিউম্যান হলারে আগুন দেওয়া হয়। একই সময়ের কাছাকাছি টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা আরেকটি বাসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। উভয় ক্ষেত্রেই ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নেভায়।
রাত সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে ট্রাকে আগুন দেওয়া হয়, আর ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জের গণপূর্ত কার্যালয়ের সামনে একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিকআপটি পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গত কয়েক দিনে দেশে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে।
আমারবাঙলা/এফএইচ