সংগৃহিত
জাতীয়
স্বাধীনতা দিবস

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

সাভার প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর থেকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ এসে ভিড় করে। এ সময় জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে গোটা জাতি।

এ দিন ভোর ৫ টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের ৫৪ বছর পূর্তির কর্মসূচি শুরু করেন। এ সময় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান। বিউগলে বাজে করুণ সুর। কিছু সময় নিরবে দাঁড়িয়ে থেকে বীর সন্তানদের স্মরণ করার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

সরেজমিনে দেখা যায়, সারিবদ্ধভাবে ফুল নিয়ে অপেক্ষা করেন লাখো জনতা। মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

ফরিদপুর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাইফুল বলেন, যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের স্মরণ করতে আজ স্মৃতিসৌধে এসেছি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া বলেন, আমরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি। ৯ মাস যুদ্ধের পরে আমরা বিজয়ী হয়েছি। অনেকেই জীবন দিয়েছিল এ স্বাধীনতার জন্য। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা