সংগৃহীত
সারাদেশ

গদখালী ফুলের বাজার জমে উঠেছে

যশোর প্রতিনিধি

চলতি ফেব্রুয়ারি মাসে বসন্ত, ভ্যালেন্টাইন ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের রাজধানী যশোরের গদখালীতে জমে উঠেছে ফুলের বাজার। দিবসগুলো সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। চাষিদের দাবি, সামনের দিনগুলোতে ফুলের দাম আরো বাড়বে এবং তারা লাভবান হতে পারবেন।

ভোর হতেই যশোর-বেনাপোল মহাসড়কের পাশে বাহারী সব ফুল নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছেন চাষিরা। হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়া বাজারে ফুলের জোগানও বেশি। গ্লাডিওলাস, রজনিগন্ধা, জারবেরা, চন্দ্র মল্লিকা, গাঁদা ফুলের দাম কিছুটা কম হলেও উর্ধ্বমুখী গোলাপের দাম। মাত্র দুই দিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে ৫ টাকা দরে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সেই গোলাপ বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা দরে।

চাষিদের দাবি, বসন্ত ও ভ্যালেন্টাইন ডেকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। সামনের দিনগুলোতে ফুলের দাম আরো বাড়বে এবং তারা লাভবান হতে পারবেন।

আব্দুল হালিম নামে এক চাষি বলেন, আমার এক বিঘা গোলাপের চাষ রয়েছে। চায়না গোলাপ ১২ টাকা ও দেশি গোলাপ আট টাকা দরে বিক্রি হচ্ছে। সামনে ১৪ ফেব্রুয়ারি আছে, দাম আরো বাড়বে।

আব্দুল মান্নান নামে আরেক চাষি বলেন, দুই বিঘা জমিতে গোলাপ চাষ করেছি। আজ বাজারে এক হাজার ৬০০ ফুল এনেছি। যার এক ৩০০ ফুল আট টাকা দরে বিক্রি করেছি। এ বছর অতিবৃষ্টির কারণে ফুলে একটু লসে আছি। তবে আশা করছি সামনের অনুষ্ঠানগুলোতে ভালো দাম পেলে লাভবান হতে পারব।

জালাল হোসেন নামে অপর এক চাষি বলেন, ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ফুলের দাম বাড়তে শুরু করেছে। জারবেড়া বিক্রি করেছি ছয় থেকে আট টাকা ও চন্দ্রমল্লিকা দুই তিন টাকা পিস বিক্রি হচ্ছে।

শাহিন আলম নামে আরেক চাষি বলেন, হঠাৎ গরম পড়ায় গ্লাডিওলাস, রজনিগন্ধা ফুল বেশি ফুটেছে। যে কারণে এসব ফুলের দাম কিছুটা কম। তবে গোলাপ ফুলের দাম ভালো পাওয়া যাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি আগে বাজার আরো ভালো হবে বলে আশা করছি।

মনজুর হোসেন নামে অপর এক চাষি বলেন, হঠাৎ গরম পড়ায় আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। তবে এখন শীত পড়ছে। আশা করছি গতবছরের তুলনায় এ বছর ফুলের দাম বেশি পাবো। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ফুলের দাম উঠতে শুরু করেছে। দ্বিতীয় সপ্তাহে এ দাম আরো বাড়বে। ফলে চাষিরা লাভবান হতে পারবে।

গদখালী ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, জোগান বাড়লেও চাহিদা থাকায় ফুলের দাম পাচ্ছেন চাষিরা। এ দাম বৃদ্ধি অব্যাহত থাকলে তিন দিবসে শত কোটি টাকার ফুল বিক্রির যে লক্ষ্যমাত্রা তা অর্জিত হবে এবং অতিবৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন চাষিরা।

যশোরের গদখালী ও পানিসারা এলাকার প্রায় ৬০০ হেক্টর জমিতে ১৩ ধরনের ফুলের চাষ হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুলা-স্যাভলনে ছোঁয়ায় ৫০০ টাকা! রেডিক্যাল হাসপাতালে ‘পকেটমারি’

রাজধানীর উত্তরা এলাকায় বেসরকারি চিকিৎসাসেবার অরাজকতা যেন দিন দিন আরও ভয়াবহ রূ...

দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে ট...

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা পণ্ড করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ ম...

নির্বাচনকালেও পর্যটকদের নিরাপত্তায় আপসহীন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার...

দেশের সেবক হতে চায় জামায়াত, ক্ষমতার মালিক নয়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন , জামায়াতে ইসলামী প্রতারণা, ব্য...

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান: নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র উপায়, প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী দীর্ঘ সময় শিবিরে রাখার...

মালিবাগে নির্বাচনী প্রচারণায় বাধা, অভিযোগ তুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা