আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের দু'গ্রুপের গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের তিন কর্মী হত্যা ও খুনিদের গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলছে অবরোধ, ছেড়ে যাইনি দুরপাল্লার কোন যানবাহন। অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশপরিবহন গুলো পুলিশি প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করছে।
অবরোধ চলাকালে এখনও বড় কোনো সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়নি। ইউপিডিএফের কর্মীরা বিভিন্ন স্থানে অবরোধকে সমর্থন জানিয়ে পিকেটিং করছে এমন খবর পাওয়া যাচ্ছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার নজরদারিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ নিরাপত্তা বাহিনী।
আমার বাঙলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            