ময়মনসিংহের ভবেরচর কাচারী বাজার ও চাঁপাইনবাবগঞ্জের রহমপুর থেকে প্রায় প্রতিদিন ট্রাক ভর্তি কেমিক্যাল দিয়ে পাকানো টমেটো মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে পৌঁছে যাচ্ছে। এসব বাজারের মধ্যে উল্লেখযোগ্য হলো হাতিরদিয়া, চালাকচর ও শেখের বাজার।
বাজারে পাওয়া টমেটোগুলো দেখতে আকর্ষণীয় টকটকে লাল এবং চকচকে হওয়ায় ক্রেতাদের সহজেই নজর কাড়ছে। তবে অভিযোগ উঠেছে, এসব টমেটো প্রাকৃতিকভাবে পাকা নয় ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে পাকানো হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, মনোহরদী বাজার সহ আশেপাশের গ্রামের হাটবাজারে অবাধে এসব টমেটো বিক্রি হচ্ছে। অনেক ক্রেতা জানিয়েছেন, এই টমেটো রান্না করলে স্বাভাবিক স্বাদ পাওয়া যায় না এবং দ্রুত পচে যায়।
বাজারে আসা গৃহিণী শেফালী বেগম বলেন, “আমি ডালের মধ্যে দিয়েছিলাম, টমেটো সিদ্ধ হয়নি, স্বাদও লাগেনি।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান বলেন, “কেমিক্যাল দিয়ে পাকানো টমেটোর ভিটামিন ও স্বাদ দুটোই নষ্ট হয়। আমাদের এখানে পরীক্ষা করার মত কোন যন্ত্রপাতি নেই; পরীক্ষা করতে হলে ল্যাবরেটরীতে পাঠাতে হবে।
মনোহরদী উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার বলেন, “ইতিমধ্যে শীতের সবজি বাজারে উঠলেও স্থানীয় টমেটোর উঠতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তখন কেমিক্যাল মিশানোও কমবে। শীত ও কুয়াশার কারণে টমেটো স্বাভাবিকভাবে পাকে না, ফলে লাল ও হলুদ বর্ণ দেখা যায় না।
আমারবাঙলা/এসএবি