কুষ্টিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ দিনে পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে জেলার চারটি সংসদীয় আসনে এখন মোট ২৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে রইলেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন-কুষ্টিয়া-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক ও খেলাফত মজলিসের আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ আসনে খেলাফত মজলিসের মো. আরিফুজ্জামান এবং কুষ্টিয়া-৪ আসনে এবি পার্টির আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী শেখ সাদি।
কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এসব মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।
তিনি আরও জানান, আগামীকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আমারবাঙলা/এসএ