ছবি: সংগৃহীত
খেলা

এশিয়া কাপের পুরোনো যেসব রেকর্ড ভাঙলেন অভিষেক-নিশাঙ্কা

ক্রীড়া ডেস্ক

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি কেবলই নিয়মরক্ষার লড়াই হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচেই উঠেছে চলমান টি-টোয়েন্টি এশিয়া কাপের সর্বোচ্চ দলীয় রান থেকে শুরু করে বেশ কয়েকটি রেকর্ড। ভারতের করা ২০২ রান তাড়ায় শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ম্যাচ ড্র করে বসে। পরে সুপার ওভারে ৩ রানের লক্ষ্যে পৌঁছে ভারতের জয় নিশ্চিত হয়েছে।

টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ৫ বার পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন পাথুম নিশাঙ্কা। এজন্য তার লেগেছে ১২ ইনিংস। এর আগে টুর্নামেন্টটিতে ৯ ইনিংসে সর্বোচ্চ ৪ ম্যাচে পঞ্চাশোর্ধ রান করেন বিরাট কোহলি। এ ছাড়া ৩টি করে একই কীর্তি আছে মোহাম্মদ রিজওয়ান, কুশল মেন্ডিস ও অভিষেক শর্মার।

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এখন পর্যন্ত মাত্র তিনজন ব্যাটার সেঞ্চুরি করেছেন। পাথুম নিশাঙ্কা (১০৭) এই তালিকায় সর্বশেষ নাম। এর আগে সেঞ্চুরি ছিল কেবল ভারতীয় তারকা বিরাট কোহলি ও হংকংয়ের বাবর হায়াতের। দুজনেই সমান ১২২ রান করলেও অপরাজিত ছিলেন কোহলি।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে মাত্র চতুর্থ সেঞ্চুরিয়ান নিশাঙ্কা। এর আগে ফর‌ম্যাটটিতে ম্যাজিক ফিগার আছে মাহেলা জয়াবর্ধনে, দিলশান ও কুশল পেরেরার।

টি-টোয়েন্টি এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ ৩০৯ রানের রেকর্ড গড়লেন অভিষেক শর্মা। তার সামনে এখনও চলমান আসরের ফাইনাল ম্যাচ বাকি। এর আগে এক আসরে সর্বোচ্চ ২৮১ রান ছিল মোহাম্মদ রিজওয়ানের। ২০২২ আসরে তার পাশাপাশি বিরাট কোহলি ২৭৬ এবং ইব্রাহিম জাদরান ১৯৬ রান করেন।

এ ছাড়া যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় পাঁচে আছেন অভিষেক। ফাইনাল বাকি থাকায় তার সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ারও সুযোগ আছে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের ৫ ম্যাচে ফিল সল্ট ৩৩১, কোহলি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১৯, ২০০৯ বিশ্বকাপে তিলেকারত্নে দিলশান ৩১৭ এবং ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩১৬ রান করেন রিজওয়ান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ টানা ৭ ম্যাচে ৩০+ ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা। সমান ম্যাচে ধারাবাহিক ত্রিশোর্ধ রান করার রেকর্ড আছে রিজওয়ান এবং রোহিত শর্মারও।

টি-টোয়েন্টি এশিয়া কাপের যেকোনো উইকেটে সর্বোচ্চ ১২৭ রানের জুটির রেকর্ড গড়লেন নিশাঙ্কা-পেরেরা। সবমিলিয়ে শ্রীলঙ্কার পক্ষে তারা টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি গড়লেন। এর আগে ২০২২ এশিয়া কাপে কোহলি ও লোকেশ রাহুল মিলে গড়েন ১১৯ রানের জুটি।

টি-টোয়েন্টি এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে এতদিন সবার শীর্ষে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আমজাদ জাভেদ। গতকাল কুলদীপ যাদব তাকে ছাড়িয়ে ১৩ উইকেট নিয়েছেন। তার সামনেও বাকি রয়েছে ফাইনাল ম্যাচ। এ ছাড়া এক আসরে ১১টি করে উইকেট নেওয়ার কীর্তি আছে বাংলাদেশের আল-আমিন হোসেন, আমিরাতের মোহাম্মদ নাভিদ ও ভারতের ভুবনেশ্বর কুমারের।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ ম্যাচে (৩৩ ম্যাচের মধ্যে) জিতেছে ভারত। যা নির্দিষ্ট দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ জয়। এই রেকর্ডে একটি বেশি জয় নিয়ে ওপরে অবস্থান করছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ৪৯ ম্যাচের মধ্যে ২৪টিতে জিতেছে। এ ছাড়া ভারতের সমান ২৩টিতে জিতেছে কিউইরাও (প্রতিপক্ষ পাকিস্তান)।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযো...

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ...

বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও মিছিল

মৌলভীবাজারের বড়লেখায় নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে খেলাফত মজলিস বড়লেখা উপজে...

নিম্নমানের বেকারি সামগ্রীতে সয়লাব মনোহরদীর হাট-বাজার

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরি...

মনোহরদীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ

মনোহরদীতে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হয়েছে। এ...

চকরিয়ায় ডিম বিক্রেতা পাথর ছুঁড়ে কাঁচ ভাঙলেন ট্রেনের

চকরিয়ার সাহারবিল রেলস্টেশনে সৈকত এক্সপ্রেস ট্রেনের খাবারের কোচে পাথর নিক্ষেপে...

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় তাঁতিদলের তিন নেতা আহত

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা তাঁতিদলের তিনজন সক্রিয় সদস্য আহত হয়ে...

এবার চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মোশারফ হোসেন দীপ্তি

চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, খুলশী, ডবলমুরিং ও পাহাড়তলী) আসন থেকে প্রার্থী হিসেবে...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির ১৫তম সভা

সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং সামুদ্রিক কর্মকাণ্ডকে নিরাপদ, সুশ...

স্বচ্ছতার মাধ্যমে চসিককে আর্থিকভাবে স্বনির্ভর করা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) আর্থিকভাবে স্বনির্ভর করতে স্বচ্ছতা, জবাবদিহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা