ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং গড়লেন অনন্য কীর্তি। এশিয়া কাপে ওমানের বিপক্ষে ম্যাচে তিনি হয়ে গেলেন ভারতের ইতিহাসে প্রথম বোলার, যিনি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট শিকার করলেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচের শেষ ওভারে ওমানের ব্যাটার বিনায়ক শুক্লাকে আউট করে আর্শদীপ এই মাইলফলক স্পর্শ করেন। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেলেন ভারতের সব তারকা বোলারদের।
২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। তার বোলিং গড় ১৮-এর কাছাকাছি। সেরা ফিগার ৯ রানে ৪ উইকেট।
এই ম্যাচের আগে তার উইকেট সংখ্যা ছিল ৯৯।
ওমানের বিপক্ষে এক শিকারেই তিন অঙ্কে পা রাখলেন পাঞ্জাবের এই তরুণ পেসার।
ভারতের হয়ে টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি
আর্শদীপ সিং – ১০০ উইকেট (৬৪ ম্যাচ)
যুজবেন্দ্র চাহাল – ৯৬ উইকেট (৮০ ম্যাচ)
হার্দিক পান্ডিয়া – ৯৫ উইকেট (১১৬ ম্যাচ)
জাসপ্রিত বুমরাহ – ৯২ উইকেট (৭২ ম্যাচ)
ভুবনেশ্বর কুমার – ৯০ উইকেট (৮৭ ম্যাচ)।
আমারবাঙলা/এফএইচ