জুলাই–আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম এবং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ফেনী–১ আসনের সাবেক সাংসদ আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী রাজুর অর্থায়নে কয়েকজন লালপোল এলাকায় যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করেন। ওই সময় দুইজন—আবদুল্লাহ আল মাসুম (২২) ও মো. রাজু (২০)—কে আটক করা হয়। তাঁদের কাছ থেকে কেরোসিন, পেট্রোল ও গ্যাসলাইটার জব্দ করা হয়েছে।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার অভিযোগে আরও সাতজনকে আটক করা হয়। তাঁরা হলেন রফিকুল ইসলাম (২১), মোহাম্মদ নাহিদ (২২), মোহাম্মদ আশরাফুল হক (২১), ফারদিন ইসলাম (১৮), মোহাম্মদ জিসান (১৯), মো. সোহেল (১৮) ও সিয়াম (১৮)। পুলিশ জানায়, তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী।
আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
আমারবাঙলা/এফএইচ