ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চন্দনবাড়ি সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে দুই দিনব্যাপী পালিত হয়েছে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীন বরণ অনুষ্ঠান।
মনোহরদী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমে ইতোমধ্যে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শুধু তাই নয়, নরসিংদী জেলা পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সর্বশেষ ঢাকা বিভাগীয় পর্যায়েও এ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম আরও উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও মনোহরদী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব এম এ মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন সুলতানার উদ্যোগে এমন সুন্দর ও প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রধান শিক্ষকের উদ্দেশে বলেন,
জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন কোনো কাকতালীয় বিষয় নয়। এটি আপনার দূরদৃষ্টি, নিষ্ঠা, পরিশ্রম ও নেতৃত্বের স্বীকৃতি। আপনার হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আজ শুধু শিক্ষার আলো নয়, সংস্কৃতি ও মূল্যবোধেরও এক অনন্য বাতিঘর। আপনার সাফল্য আগামীর পথচলায় আরও অনেককে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/এসএবি