হেযবুত তওহীদ কেন্দ্রীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, মানবসৃষ্ট মতবাদ বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বরং এতে বিভেদ ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এ সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো স্রষ্টার সার্বভৌমত্বের ভিত্তিতে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মিরপুর উপজেলার নয়মাইল এলাকায় আয়োজিত আলোচনা ও গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্র কোনো পশ্চাৎপদ ধারণা নয়, এটি একটি আধুনিক, মানবিক ও প্রগতিশীল ব্যবস্থা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবেন এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না। তিনি আরও বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম হবে সমাজের দর্পণ। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন, তবে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে। গুজব পরিহার ও সত্য যাচাই হবে গণমাধ্যমের প্রধান দায়িত্ব।
সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দৈনিক দেশেরপত্র পত্রিকার সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদ কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদ, জেলা আমির মো. আক্কাস আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে উন্মুক্ত আলোচনায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও পাবনাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থা নিয়ে মতামত ও প্রশ্ন উত্থাপন করেন।