চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ছাইরাখালী ছিড়াপাহাড় এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহনের ধাক্কায় শফিউল আলম আয়াছ (২৭)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ছাইরাখীতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক শফিউল আলম, চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিম উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম গামী দ্রুত গতির একটি হানিফ পরিবহন কক্সবাজার গামী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী আয়াছ।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করা হয় এবং যাত্রীবাহী হানিফ পরিবহনটি থানায় নিয়ে আসা হয়েছে।
বাসের চালককে শনাক্তের পাশাপাশি এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আমারবাঙলা/এনইউআ