ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন লাখো মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ ছুটে আসেন প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে। জনসমাগমে পুরো এলাকা পরিণত হয় এক শোকাবহ পরিবেশে।
শরিফ ওসমান হাদির জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন শরিফ ওসমান হাদি।
এর আগে গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি ।
আমারবাঙলা/এসএবি