ছবি: সংগৃহীত
খেলা

এশিয়া কাপের পুরোনো যেসব রেকর্ড ভাঙলেন অভিষেক-নিশাঙ্কা

ক্রীড়া ডেস্ক

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি কেবলই নিয়মরক্ষার লড়াই হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচেই উঠেছে চলমান টি-টোয়েন্টি এশিয়া কাপের সর্বোচ্চ দলীয় রান থেকে শুরু করে বেশ কয়েকটি রেকর্ড। ভারতের করা ২০২ রান তাড়ায় শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ম্যাচ ড্র করে বসে। পরে সুপার ওভারে ৩ রানের লক্ষ্যে পৌঁছে ভারতের জয় নিশ্চিত হয়েছে।

টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ৫ বার পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন পাথুম নিশাঙ্কা। এজন্য তার লেগেছে ১২ ইনিংস। এর আগে টুর্নামেন্টটিতে ৯ ইনিংসে সর্বোচ্চ ৪ ম্যাচে পঞ্চাশোর্ধ রান করেন বিরাট কোহলি। এ ছাড়া ৩টি করে একই কীর্তি আছে মোহাম্মদ রিজওয়ান, কুশল মেন্ডিস ও অভিষেক শর্মার।

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এখন পর্যন্ত মাত্র তিনজন ব্যাটার সেঞ্চুরি করেছেন। পাথুম নিশাঙ্কা (১০৭) এই তালিকায় সর্বশেষ নাম। এর আগে সেঞ্চুরি ছিল কেবল ভারতীয় তারকা বিরাট কোহলি ও হংকংয়ের বাবর হায়াতের। দুজনেই সমান ১২২ রান করলেও অপরাজিত ছিলেন কোহলি।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে মাত্র চতুর্থ সেঞ্চুরিয়ান নিশাঙ্কা। এর আগে ফর‌ম্যাটটিতে ম্যাজিক ফিগার আছে মাহেলা জয়াবর্ধনে, দিলশান ও কুশল পেরেরার।

টি-টোয়েন্টি এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ ৩০৯ রানের রেকর্ড গড়লেন অভিষেক শর্মা। তার সামনে এখনও চলমান আসরের ফাইনাল ম্যাচ বাকি। এর আগে এক আসরে সর্বোচ্চ ২৮১ রান ছিল মোহাম্মদ রিজওয়ানের। ২০২২ আসরে তার পাশাপাশি বিরাট কোহলি ২৭৬ এবং ইব্রাহিম জাদরান ১৯৬ রান করেন।

এ ছাড়া যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় পাঁচে আছেন অভিষেক। ফাইনাল বাকি থাকায় তার সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ারও সুযোগ আছে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের ৫ ম্যাচে ফিল সল্ট ৩৩১, কোহলি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১৯, ২০০৯ বিশ্বকাপে তিলেকারত্নে দিলশান ৩১৭ এবং ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩১৬ রান করেন রিজওয়ান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ টানা ৭ ম্যাচে ৩০+ ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা। সমান ম্যাচে ধারাবাহিক ত্রিশোর্ধ রান করার রেকর্ড আছে রিজওয়ান এবং রোহিত শর্মারও।

টি-টোয়েন্টি এশিয়া কাপের যেকোনো উইকেটে সর্বোচ্চ ১২৭ রানের জুটির রেকর্ড গড়লেন নিশাঙ্কা-পেরেরা। সবমিলিয়ে শ্রীলঙ্কার পক্ষে তারা টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি গড়লেন। এর আগে ২০২২ এশিয়া কাপে কোহলি ও লোকেশ রাহুল মিলে গড়েন ১১৯ রানের জুটি।

টি-টোয়েন্টি এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে এতদিন সবার শীর্ষে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আমজাদ জাভেদ। গতকাল কুলদীপ যাদব তাকে ছাড়িয়ে ১৩ উইকেট নিয়েছেন। তার সামনেও বাকি রয়েছে ফাইনাল ম্যাচ। এ ছাড়া এক আসরে ১১টি করে উইকেট নেওয়ার কীর্তি আছে বাংলাদেশের আল-আমিন হোসেন, আমিরাতের মোহাম্মদ নাভিদ ও ভারতের ভুবনেশ্বর কুমারের।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ ম্যাচে (৩৩ ম্যাচের মধ্যে) জিতেছে ভারত। যা নির্দিষ্ট দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ জয়। এই রেকর্ডে একটি বেশি জয় নিয়ে ওপরে অবস্থান করছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ৪৯ ম্যাচের মধ্যে ২৪টিতে জিতেছে। এ ছাড়া ভারতের সমান ২৩টিতে জিতেছে কিউইরাও (প্রতিপক্ষ পাকিস্তান)।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পে স্কেল বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর...

কঠোর নিরাপত্তায় ঢাকা, মোড়ে মোড়ে তল্লাশি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্...

এনসিপিতে নেতৃত্বের দ্বন্দ্ব

দলীয় পদ আর আসন সমঝোতার অন্তঃকোন্দলে গৃহদাহ শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টিতে (...

দ্বিতীয় বিয়ের খবর তিন মাস পর জানালেন রশিদ খান

অনেক দিন ধরেই আলোচনা চলছিল রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে। অবশেষে নিজের দ্বিতীয়...

আওয়ামী লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদে সুবর্ণচরে বিএনপির ‘বাজার লকডাউন'

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারে আওয়ামী লীগ নেতা আনিসুল হক জাহাঙ্গী...

কঠোর নিরাপত্তায় ঢাকা, মোড়ে মোড়ে তল্লাশি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্...

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পে স্কেল বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর...

আওয়ামী লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদে সুবর্ণচরে বিএনপির ‘বাজার লকডাউন'

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারে আওয়ামী লীগ নেতা আনিসুল হক জাহাঙ্গী...

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায়...

জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার আমি চাই না: তারেক রহমান

আ. লীগের চেয়ে জামায়াত হাজার গুনে অপরাধী বলে মন্তব্য করেছেন ‘আমজনতার দল&...

লাইফস্টাইল
বিনোদন
খেলা