সংগৃহীত
নারী

‘সুপারমম’ র‌্যাচেল কৌর

আমার বাঙলা ডেস্ক

কথায় আছে- সন্তানের জন্য মায়েরা পারেন না, এমন কোনো কাজ নেই। তাই বলে প্রতিদিন ৭০০ কিলোমিটার বিমানে ভ্রমণ করে অফিস করা আবার বাড়ি ফেরা! শুনতে অস্বাভাবিক হলেও এটিই সম্ভব করেছেন মালয়েশিয়ার ৪২ বছর বয়সী এক মা, র‌্যাচেল কৌর। নেটিজেনরা তাকে দিয়েছেন ‘সুপারমম’ তকমা।

ভোর চারটায় ঘুম থেকে উঠে সংসার গুছিয়ে বেরিয়ে পড়েন র‌্যাচেল কৌর, বিমানবন্দরে গিয়ে বিমানে ওঠেন অফিসের জন্য। অতঃপর কর্মদিবস শেষে সন্ধ্যা নাগাদ ফ্লাইটে করে ফিরে আসেন দুই সন্তানের কাছে, এটিই তার প্রতিদিনের রুটিন। কর্মজীবন ও পরিবার— দুটোই সামলানোর অসাধারণ ক্ষমতার জন্য তিনি ‘সুপার কমিউটার’ নামেও পরিচিতি পেয়েছেন।

র‌্যাচেল কৌর মালয়েশিয়ার বিমান কোম্পানি এয়ার এশিয়ার সহকারী অর্থ ব্যবস্থাপক, থাকেন পেনাংয়ে, কিন্তু কাজ করেন রাজধানী কুয়ালালামপুরে। শুরুর দিকে তিনি কাজের সুবিধার্থে কুয়ালালামপুরে বাসা ভাড়া নিয়ে সপ্তাহান্তে বাড়ি ফিরতেন। কিন্তু সন্তানদের থেকে দূরে থাকার কারণে কাজে ঠিকঠাক মন বসাতে পারছিলেন না। সন্তানদের প্রতিদিনের জীবন, স্কুলের কার্যক্রম এবং ছোট ছোট মুহূর্ত মনে করে র‌্যাচেল বেশ কষ্ট পেতেন। সন্তানদের বেড়ে ওঠার সুন্দর মুহূর্তগুলো হারাতে চাননি। তাই একটা সাহসী পদক্ষেপ নেন। সিদ্ধান্ত নেন, পরিবারের সঙ্গে থাকার জন্য প্রতিদিন বিমানে করে অফিসে যাতায়াত করবেন। সপ্তাহে পাঁচ দিন বিমানে যাতায়াতের খরচ নিশ্চয়ই আকাশছোঁয়া। আদতে তা নয়।

র‌্যাচেল জানান, আগের তুলনায় তার খরচ বরং অনেকটাই কমে গেছে। কুয়ালালামপুরে বাসা ভাড়া ও থাকা-খাওয়া বাবদ প্রতি মাসে ব্যয় করতেন ৪৭৪ ডলার বা দুই হাজার ১০৬ মালয়েশিয়ান রিঙ্গিত। আর এখন তার মাসিক খরচ কমে হয়েছে ৩১৬ ডলার বা ১ হাজার ৩৯৬ রিঙ্গিত।

যেখানে বেশির ভাগ মানুষ কর্মক্ষেত্রে পৌঁছানোর জন্য দীর্ঘ যানজট নিয়ে অভিযোগ করেন, সেখানে র‌্যাচেল দৈনিক ৭০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দেন এবং তিনি মনে করেন, সন্তানদের হাসিমুখের কাছে এটি কোনো কষ্টই নয়। এই রুটিন বজায় রাখতে শুধু শারীরিক সক্ষমতাই নয়, দরকার অসীম মানসিক শক্তির। র‌্যাচেলের জন্য এই যাত্রা ক্লান্তিকর হলেও মূল্যবান।

এক সাক্ষাৎকারে র‌্যাচেল বলেন, ‘আমার দুই সন্তান, একজন ১২ বছরের, আরেকজন ১১ বছর বয়সী। তারা বড় হচ্ছে, তাই একজন মা হিসেবে ওদের সঙ্গে আরো বেশি সময় থাকা দরকার। বিমানে নিয়মিত যাতায়াত করে প্রতিদিন বাড়ি ফিরে যেতে পারছি, রাতে ওদের সঙ্গে সময় কাটাতে পারছি, এমনকি শেষ মুহূর্তের বাড়ির কাজেও আমার সন্তানদের সাহায্য করতে পারছি।’

র‌্যাচেলের গল্প হাজারো কর্মজীবী মা-বাবার হৃদয়ে নাড়া দিয়েছে, যারা পেশা ও পরিবারের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে লড়াই করছেন। র্যাচেল দেখিয়েছেন, পেশাজীবন ও কাজ গুরুত্বপূর্ণ হলেও পরিবারের প্রতি ভালোবাসার কাছে তা মামুলি। তিনি প্রমাণ করেছেন, কঠিন হলেও ইচ্ছা থাকলে পেশা ও পরিবারকে সমানভাবে গুরুত্ব দেওয়া সম্ভব।

তার গল্প সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সবাই পরিবারের প্রতি তার প্রতিশ্রুতি ও ত্যাগ দেখে অভিভূত। প্রত্যেক কর্মজীবী মা-বাবার কাছে তিনি এখন এক অনুপ্রেরণার নাম। র‌্যাচেল প্রমাণ করেছেন, দৃঢ়সংকল্প থাকলে ভালোবাসার কাছে কোনো দূরত্ব বাধা নয়। সূত্র: মিডিয়াম ডটকম।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃত...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ঢাকায় পরপর ৩ দিন ৩ দলের সমাবেশ

বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনের সরকার...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

‘৩৬ ঘণ্টার মধ্যে হামলা করতে পারে ভারত’

ভারতশাসিত জম্মু ও কাশ্মীর প্রদেশের পেহেলগামে সন্ত্...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন  ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা