ফাইল ফটো
খেলা

নারী ওয়ানডে বিশ্বকাপ: সরাসরি খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্ব আসরে সরাসরি খেলতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশ দলকে।

বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আরো ছয় ম্যাচ। তিনটি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে, বাকি তিন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বমঞ্চে সরাসরি খেলতে হলে নিগার সুলতানা জ্যোতির দলকে কঠিন সমীকরণ মেলাতে হবে। ছয় ম্যাচের সবগুলোতে জিতলেই কেবল ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এই কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই আগামী ২৫ নভেম্বর মিরপুরে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

শুক্রবার (২২ নভেম্বর) আয়ারল্যান্ডের মেয়েরা প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে। এই সিরিজে তিনটি ওয়ানডে ছাড়াও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে তারা। বাংলাদেশের মনোযোগ ওয়ানডে সিরিজে। কেননা ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলেও আইরিশদের হোয়াইটওয়াশ করার বিকল্প নেই। সব কঠিন হিসাবকে সামনে রেখেও সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা, সঙ্গে পাওয়ার্ড বাই রুচি।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সিরিজের নাম ঘোষণা করা হয়েছে, ‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪, পাওয়ার্ড বাই রুচি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু।

হাবিবুল বাশার বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের আগে আমাদের হাতে ছয়টি ম্যাচ। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও তিনটি। এই ছয়টি ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে খেলাটি আমাদের জন্য সুবিধা। আমরা এখন এই সিরিজ নিয়েই ভাবছি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২৫, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সব ম্যাচ হবে মিরপুরে। এরপর ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনটি টি-২০ ম্যাচ। ১০ দলের উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন নয় নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। পরের সিরিজ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা